বাড়ির সামনে জমা জলে পায়ে সাপের কামড় খেয়ে মৃত্যু হলএক কিশোরীর। মহেশতলা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর মধ্য়মপাড়ার এই ঘটনায়বিক্ষোভ দেখান স্থানীয়েরা। স্থানীয় সূত্রের খবর, মৃত কিশোরীর নাম আইসা খাতুন। ১৫বছরের আইসা দশম শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার সূত্রের খবর, গত ১৬ সেপ্টেম্বর রাতে বাড়ির সামনে রাস্তার জমা জলে সাপে কামড়ানোর ঘটনাটি ঘটে। পরিবারের দাবি, ওই রাতে বাড়ি থেকে বাইরে জমা জলের মধ্যে বেরোতেই একটি সাপ কামড় বসিয়ে দেয় আইসার পায়ে। এর পরে পরিবারের লোকজন দ্রুত তাকে কলকাতার এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। সেখানেই তার এত দিন চিকিৎসা চলছিল।কিন্তু গত ৩ অক্টোবর চিকিৎসা চলাকালীন হাসপাতালে ওই কিশোরীর মৃত্যু হয়।নাবালিকার মৃত্যুর খবর পাওয়ার পরেই রাস্তায় জল জমেথাকার কারণে স্থানীয় পুরপ্রতিনিধির বিরুদ্ধে ক্ষোভ উগরেদেন স্থানীয়েরা।
কিশোরীর পরিবারেরও অভিযোগ, কৃষ্ণনগর মধ্যমপাড়ায় দীর্ঘদিন ধরে নিকাশি নালার বেহাল অবস্থার কারণে রাস্তায় জমে থাকে জল। পাশাপাশি, ভাঙাচোরা ওই রাস্তায়নেই পর্যাপ্ত আলোও। বাসিন্দাদের অভিযোগ, ২০ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি শুভ্রাচক্রবর্তীকে বার বার জানিয়েও সুরাহা হয়নি।
তবে এই ঘটনায় তৃণমূলের ওই পুরপ্রতিনিধির স্বামী তথাতৃণমূল নেতা তাপস চক্রবর্তী জানান, বৃষ্টি বেশি হওয়ার কারণে জল জমে যাচ্ছিল। তবে দুই বাতিন দিনের বেশি জল থাকছে না। তিনি আরও জানান, রাস্তা সংস্কারের জন্য স্টেট ফান্ডে দেওয়া রয়েছে। একটি একটি করেওয়ার্ডের কাজ হচ্ছে। ২০ নম্বর ওয়ার্ডের কাজ এখনও শুরু হয়নি। সেখানে পর্যাপ্ত আলো রয়েছে বলে দাবি তাপসের। কিশোরীরমৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)