বাড়িতে ভেজা কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। বুধবার সকালে ঘটনাটি ঘটে যাদবপুর থানা এলাকার প্রিন্স গোলাম মহম্মদ হোসেন শাহ রোডে। মৃতার নাম অনিতা রায় (৩৪)। এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রের খবর, প্রিন্স গোলাম মহম্মদ হোসেন শাহ রোডের একটি বাড়িতে থাকতেন ওই মহিলা। অনিতা বিবাহিতা হলেও ছ’বছর ধরে দুই ভাইয়ের সঙ্গে বাবার বাড়িতে থাকছিলেন। কিছু দিন আগে তাঁর মানসিক রোগের চিকিৎসা শুরু হয়েছিল। পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে স্নানের পরে বাড়ির সামনে তারের উপরে ভেজা কাপড় মেলতে যান অনিতা। তখনই আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহিলার ভাই তারক রায় প্রথমে দিদিকে পড়ে যেতে দেখেন। দ্রুত তিনি প্রতিবেশীদের ডেকে এনে দিদিকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা অনিতাকে মৃত বলে জানান। হাসপাতালের তরফেই যাদবপুর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, কাপড় মেলার জন্য একটি লোহার স্তম্ভের সঙ্গে তারটি লাগানো হয়েছিল। কোনও ভাবে সেই তার বিদ্যুতের সংস্পর্শে চলে আসে। তার ফলেই অনিতা বিদ্যুৎস্পৃষ্ট হন বলে মনে করা হচ্ছে। তবে ময়না তদন্তের পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে। মৃতার স্বামী এবং সন্তানের সঙ্গে কথা বলেছে পুলিশ। এই ঘটনায় রাত পর্যন্ত কোনও অভিযোগ দায়ের না হলেও একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)