Advertisement
২৫ এপ্রিল ২০২৪

দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুতে খুনের অভিযোগ

সোমবার সকালে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার শিকদারপাড়ায়। মৃতের নাম মাধবচন্দ্র পাল (৭৪)। তাঁর বাড়ি সোনারপুর থানার রাজপুর ফাঁড়িতে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন প্রাতর্ভ্রমণ শেষ করে মাধববাবু বাড়ি ফিরছিলেন।

মাধবচন্দ্র পাল

মাধবচন্দ্র পাল

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ০১:৩০
Share: Save:

মোটরবাইকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পরিকল্পিত ভাবে খুনের অভিযোগ করলেন তাঁর পরিজনেরা।

সোমবার সকালে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার শিকদারপাড়ায়। মৃতের নাম মাধবচন্দ্র পাল (৭৪)। তাঁর বাড়ি সোনারপুর থানার রাজপুর ফাঁড়িতে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন প্রাতর্ভ্রমণ শেষ করে মাধববাবু বাড়ি ফিরছিলেন। সে সময়ে বারেন্দ্রপাড়া এলাকায় একটি মোটরবাইক পিছন থেকে ধাক্কা মারলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। গুরুতর জখম হন মোটরবাইকের আরোহী শুভ বণিক। তাঁকে কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, শুভর অবস্থা আশঙ্কাজনক। গ্রেফতার হয়েছেন বাইকচালক পবিত্র ঘোষ।

মাধববাবুর জামাই তাপস পাল বলেন, ‘‘রাজপুর এলাকায় একটি পাঁচ বিঘা জমির দখল নিয়ে শ্বশুরমশাইয়ের সঙ্গে তাঁর আত্মীয়দের কলকাতা হাইকোর্টে মামলা চলছে। সেই মামলা প্রায় শেষের পথে। জানুয়ারি মাসে একটি শুনানি বাকি। ওই দিন মাধববাবুর সাক্ষ্য গ্রহণ করা হবে। মামলার গতিপ্রকৃতি অনুযায়ী তিনিই জমিটি পেতে পারেন বলে জানিয়েছেন আইনজীবীরা। ওই জমির বর্তমান বাজারদর প্রায় ৫ কোটি টাকা।’’

মাধবাবুর পরিজনেরা জানিয়েছেন, বছরখানেক আগেও তাঁর উপরে এক বার হামলা হয়েছিল। তখন অভিযোগ দায়ের হয়েছিল সোনারপুর থানায়। তাপসবাবুর অভিযোগ, জমির দখল পেতে কিছু দিন ধরেই মাধববাবুর আত্মীয়েরা খুনের হুমকি দিচ্ছিলেন। তাঁরাই শুভ ও পবিত্রকে দিয়ে তাঁকে খুন করিয়েছেন।

পুলিশ জানায়, পবিত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খোঁজ নেওয়া হচ্ছে ওই বৃদ্ধের আত্মীয়দের বিষয়েও। আপাতত অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Accident Old Man Murder Morning Walk
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE