Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কলেজে ভর্তির সময় বাড়ল তিন দিন

ভর্তির চূড়ান্ত সময়সীমা তিন দিন বেড়ে যাওয়ায় সময়ের মধ্যে প্রথম সিমেস্টারের সিলেবাস শেষ করা যাবে কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কয়েকটি কলেজ কর্তৃপক্ষ।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০১৯ ০০:৫৫
Share: Save:

স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে আগামী ১০ জুলাইয়ের মধ্যে। সোমবার তাঁদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়ে দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, এর আগে ৭ জুলাই ভর্তির শেষ দিন নির্ধারিত করা হয়েছিল। কিন্তু ভর্তি-প্রক্রিয়ার মাঝপথে বেশ কিছু কলেজে আসন ফাঁকা থাকার আশঙ্কা দেখা দেয়। তার পরেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে তাদের অধীনস্থ সব কলেজে ফাঁকা আসন ভরতে ভর্তির পোর্টাল ফের খোলার অনুমতি দেয় উচ্চশিক্ষা দফতর।

তবে ভর্তির চূড়ান্ত সময়সীমা তিন দিন বেড়ে যাওয়ায় সময়ের মধ্যে প্রথম সিমেস্টারের সিলেবাস শেষ করা যাবে কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কয়েকটি কলেজ কর্তৃপক্ষ। শিক্ষকদের একটি অংশের মতে, ভর্তি প্রক্রিয়া চলাকালীন ক্লাস শুরু হয়ে যাবে। ফলে যাঁরা দেরিতে ভর্তি হবেন, তাঁদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তবে চলতি মাসে বিশ্ববিদ্যালয়ে একাধিক পরীক্ষা আছে। সে কারণে নিয়মিত ভাবে ক্লাস শুরু হতে চলতি মাসের শেষ সপ্তাহ হয়ে যাবে বলে মনে করছেন বেশ কিছু কলেজের শিক্ষকেরা।

একই সঙ্গে ফাঁকা আসনে পড়ুয়া ভর্তি করতে পোর্টাল খোলারই প্রয়োজন বোধ করেনি কিছু কলেজ। সেগুলির কর্তৃপক্ষেরা জানাচ্ছেন, তাঁদের কলেজে মেধাতালিকা অনুযায়ী ভর্তি এখনও শেষ হয়নি। তা শেষ হওয়ার পরে যদি আসন ফাঁকা থাকে, তখনই ভর্তির পোর্টাল খোলার কথা ভাবা হবে।

যেমন বেথুন কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী ৭ তারিখ পর্যন্ত তাঁদের কলেজে মেধাতালিকা অনুযায়ী ভর্তি চলবে। তার পরে কত ফাঁকা আসন থাকছে দেখে পোর্টাল খোলার কথা ভাবা হবে। একই কথা জানিয়েছেন জয়পুরিয়া কলেজ কর্তৃপক্ষও। কলেজ সূত্রের খবর, এখনও অনেক পড়ুয়া ভর্তি হননি। ফলে এই মুহূর্তে ফের ভর্তির পোর্টাল খোলার কথা ভাবছেন না কর্তৃপক্ষ। আসন ফাঁকা থাকলে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তাঁরা।

অন্য দিকে মণীন্দ্র কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা ফের ভর্তির পোর্টাল খুলবেন। ওই কলেজে প্রথম লিস্টে নাম থাকা পড়ুয়ারা রবিবার রাত পর্যন্ত ভর্তি হয়েছেন। আগামী ৪ জুলাই রাত বারোটা পর্যন্ত দ্বিতীয় লিস্টে থাকা পড়ুয়ারা ভর্তি হবেন। ৬ তারিখ ফের পোর্টাল খোলা হবে।

তবে ইতিমধ্যেই তাঁরা তাঁদের কলেজে ভর্তির পোর্টাল খুলেছেন বলে জানিয়েছেন নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ জয়দীপ ষড়ঙ্গী। তিনি জানান, তফসিলিভুক্ত পড়ুয়াদের জন্য নির্দিষ্ট প্রায় ৭০০ আসন ফাঁকা ছিল। দ্বিতীয় পর্যায়ে পোর্টাল খোলার পরে তাঁরা ভাল সাড়া পেয়েছেন। শতাধিক আবেদনপত্র নতুন করে জমা পড়েছে।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

University Of Calcutta Education
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE