প্রাক্তন স্ত্রী ফের বিয়ে করায় তাঁর বর্তমান স্বামীর উপরে চপার নিয়ে হামলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। আক্রান্তের হাতে ও মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। শুক্রবার আক্রান্ত তিলজলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে খুনের চেষ্টার ধারায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তার সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয়েছিল তপসিয়া থানা এলাকার এক তরুণীর। তিনি বর্তমানে জাহিদের সঙ্গে থাকছিলেন না। এর মধ্যেই তরুণীর সঙ্গে মহম্মদ আমন নামে এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন দিন আগে আমন ওই তরুণীকে বিয়ে করেন। তার পরে একটি অনুষ্ঠানের জন্য স্ত্রীর বাবা-মায়ের বাড়িতে গিয়েছিলেন। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ স্ত্রীকে নিয়ে ফিরছিলেন তিনি। তখনই জাহিদ তাঁদের পথ আটকায়। এর পরে চপার নিয়ে আমনকে এলোপাথাড়ি কোপ মারে বলে অভিযোগ।
রাতেই আমনকে সঙ্কটজনক অবস্থায় প্রথমে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে পাঠানো হয় আর জি কর হাসপাতালে। বর্তমানে তিনি রাজাবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সেখানেই তাঁর অস্ত্রোপচার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত যুবকের বয়ান নথিভুক্ত করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)