স্কুলের পড়ুয়াদের জন্য পোশাক তৈরির বরাত দেওয়ার নাম করে ভিন্ রাজ্যের একটি সংস্থার কাছ থেকে এক কোটি সাড়ে দশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুলের পড়ুয়াদের জন্য পোশাক তৈরির বরাত দেওয়া হয়েছিল অন্ধ্রপ্রদেশের একটি সংস্থাকে। সেই বরাত পাওয়ার জন্য ওই সংস্থাটি এক কোটি ১০ লক্ষ ৫০ হাজার টাকা দিয়েছিল বলে অভিযোগ। যারা বরাত দিয়েছিল, তারা নিজেদের এই রাজ্যের একটি সরকারি দফতরের আধিকারিক বলে পরিচয় দিয়েছিল। যদিও অন্ধ্রের সেই সংস্থা পরে জানতে পারে, বরাত দেওয়ার গোটা বিষয়টি ভুয়ো। এর পরেই তারা বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে। যার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, অন্ধ্রের ওই সংস্থার কর্ণধার ২৮ অক্টোবর বিধাননগর দক্ষিণ থানায় মোট ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
সেই অভিযোগে তিনি জানিয়েছেন, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে অভিযুক্ত জালিয়াতদের সঙ্গে কলকাতায় আলাপ এবং কথাবার্তা হয়েছিল তাঁর। ওই জালিয়াতেরা নিজেদের রাজ্যের পঞ্চায়েত দফতরের অধীনস্থ ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড মিশন’-এর অফিসার এবং সহযোগী বলে পরিচয় দিয়েছিল। তারা দাবি করেছিল, পড়ুয়াদের স্কুলের পোশাক তৈরির বরাত পাইয়ে দেবে। অন্ধ্রের ওই সংস্থা পোশাক সরবরাহ করতে রাজি হয়। এর পরেই জালিয়াতেরা তাদের জানায়, বরাত পেতে হলে এক আধিকারিককে কমিশন দিতে হবে। এ ছাড়া, রাজ্যের অর্থ দফতর থেকে অনুমতি পেতে গেলেও কিছু খরচ করতে হবে। অভিযোগ, এই সব বলে ওই সংস্থার কাছ থেকে কয়েক দফায় মোট এক কোটি সাড়ে ১০ লক্ষ টাকা নিয়েছিল জালিয়াতেরা।
শুধু তা-ই নয়, ওই সংস্থাকে ভুয়ো চুক্তি এবং ওয়ার্ক অর্ডারের নথিও পাঠানো হয়। এর পরে দীর্ঘ দিন কাটলেও টাকা না পেয়ে সংস্থাটি রাজ্যের সংশ্লিষ্ট সরকারি দফতরের সঙ্গে যোগাযোগ করায় জানতে পারে যে, এমন কোনও বরাতই দেওয়া হয়নি। নথিগুলিও ভুয়ো। এর পরেই তারা বিধাননগর পুলিশের দ্বারস্থ হয়।
সূত্রের খবর, প্রতারণার এই ঘটনায় মোট ছ’জনের সঙ্গে অভিযোগকারীর যোগাযোগ হয়েছিল। তাই তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)