Advertisement
E-Paper

বেড়ানোর সেরা ঠিকানা খুঁজছেন? চলে আসুন ‘ট্যুরিস্ট স্পট’-এ

আনন্দবাজার পত্রিকা আয়োজিত এই পূর্ব ভারতের সবচেয়ে বড় ট্যুরিজম ফেয়ার-এর উদ্বোধন হল শুক্রবার। ১৫ জুন থেকে ১৭ জুন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চলবে এই মেলা

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০১৮ ২৩:২২
উদ্বোধনী অনুষ্ঠানে সৃজিত মুখোপাধ্যায় ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে সৃজিত মুখোপাধ্যায় ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

‘পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি’

চোখজুড়োনো সবুজ কিংবা ঢেউ খেলানো উপত্যকা, দু’তিন দিন হোক বা আরও বেশি, সময় পেলেই কোথাও বেরিয়ে পড়তে চায় মন। পায়ের তলায় সর্ষে বলে যাকে। আর ভ্রমণপিপাসু হিসাবে সবার প্রথমে নাম আসবে বাঙালিরই। অচেনা কোনও নদীতীর বা কোনও অরণ্যে মন হারাতে বোধহয় সবচেয়ে ভালবাসে তারাই। অজানাকে জানার প্রবল ইচ্ছেটা তাকে সবসময় তাড়িয়ে বেড়ায়। সেই কারণেই ‘হারিয়ে যাওয়ার সেরা ঠিকানা’ নিয়ে এসেছে আনন্দবাজার পত্রিকার পর্যটন মেলা, ‘ট্যুরিস্ট স্পট’। এয়ার ইন্ডিয়া ছাড়াও এই মেলার পাশে রয়েছে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ অর্থাৎ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। আনন্দবাজার পত্রিকা আয়োজিত এই পূর্ব ভারতের সবচেয়ে বড় ট্যুরিজম ফেয়ার-এর উদ্বোধন হল শুক্রবার। ১৫ জুন থেকে ১৭ জুন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চলবে এই মেলা। সকাল ১১টা থেকে রাত ৮টার মধ্যে গিয়ে মেলায় ঘুরে আসতে পারেন উৎসাহীরা।

শুক্রবারে পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া ট্যুরিজমের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জে পি শ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ার ইন্ডিয়ার পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল) সঞ্জয় মিশ্র। এ ছাড়াও হাজির ছিলেন অসম সরকারের পর্যটন বিভাগের মুখ্য সচিব রাজেশ প্রসাদ, অসমের ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান জয়ন্তমাল্য বড়ুয়া, রাজস্থানের পর্যটন মন্ত্রকের অতিরিক্ত অধিকর্তা সঞ্জয় পাণ্ডে।

মেলায় ৩৪টি স্টলের মধ্যে রয়েছে অসম, তেলঙ্গানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, ওডিশা, কেরল, দিল্লি, ত্রিপুরা, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, গুজরাতের পর্যটন দফতরের স্টলও। কোথায় যাবেন, কেন যাবেন, কখন যাবেন, প্যাকেজ ট্যুরই বা কেমন— এ জাতীয় যাবতীয় প্রশ্নের উত্তর মিলবে এই পর্যটন মেলায়।

আরও খবর: দেখুন, প্রিয়জনের ছবি শেয়ার করলেন দিতিপ্রিয়া

আহা রে আদিল আর প্রতীমের মন!​

মেলার প্রবেশদ্বার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। নিজস্ব চিত্র

এই মেলায় ‘লাকি ড্র’ ও বুকিং-এ বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। থাকবে এয়ার ইন্ডিয়ার স্পট ক্যুইজ। ক্যুইজে জিতলে রয়েছে নানা আকর্ষণীয় উপহারও। ফলে ব্যস্ত রুটিনের ফাঁকে এক বার ঘুরেই আসুন এই মেলায়।

Tourist Spot Tourism Fair Assam Rajashthan Sayantika Banerjee Srijit Mukherjee East India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy