ভোট-পরবর্তী হিংসায় কাঁকুড়গাছির বাসিন্দা, বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের অভিযোগে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম সুখদেব পোদ্দার ওরফে সুখা। ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন অভিজৎকে খুন করা হয়। নারকেলডাঙা থানার এই মামলার তদন্তভার পরে যায় সিবিআই-এর হাতে। খুনের ঘটনার পর থেকে পলাতক ছিল সুখদেব। সিবিআই-এর চোখ এড়াতে বেলঘরিয়ার রথতলায় নাম ভাঁড়িয়ে বাড়িভাড়া নিয়ে থাকছিল সে। ডানলপ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ছদ্মনামে অটোও চালাত সুখদেব। বুধবার সকালে বেলঘরিয়ার রথতলার সেই ভাড়াবাড়িতে হানা দিয়ে সুখদেবকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, ওই খুনের আগে সে ফুলবাগান থেকে গণেশ টকিজ় রুটে অটো চালাত। খুনের ঘটনার পরে পালিয়ে গিয়ে সে কিছু দিন কেটারিং সংস্থায় কাজ করে। তার পরে ফের অটো চালাতে শুরু করে। এই মামলায় এর আগেই ১৩ জন অভিযুক্ত গ্রেফতার হয়েছে।
এ দিন কলকাতার নগর দায়রা আদালতে হাজির করা হয় ধৃত সুখদেবকে। আদালত তাকে ২১ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে। আদালতের নির্দেশে জেলে গিয়ে সুখদেবকে জেরা করতে পারবে সিবিআই। আদালত সূত্রের খবর, ১৭ এপ্রিল এবং ১৮ এপ্রিল জেলে গিয়ে তাকে জেরা করতে পারবেন সিবিআই-এর আধিকারিকেরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)