সরকারি নির্দেশ মেনে স্কুল খুলল কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন সংশোধনাগারেও।
কোভিডের কারণে সরকারি নিষেধাজ্ঞা মেনে এত দিন বন্ধ ছিল সেই স্কুলগুলি। তাই বন্দিদের কুঠুরিতে গিয়ে শিক্ষকেরাই তাঁদের লেখাপড়া করাতেন। ওই শিক্ষকেরাও অবশ্য বন্দি। কারা দফতর জানাচ্ছে, মঙ্গলবার থেকে ফের বন্দিরা শ্রেণিকক্ষে বসে লেখাপড়া করবেন। সাধারণ নাগরিকের মতোই সংশোধনাগারে লেখাপড়া, সংস্কৃতি চর্চা-সহ বিভিন্ন কাজকর্মে যুক্ত থাকেন বন্দিরা। কিন্তু সবটাই প্রাচীরের ও-পারে, ওঁদের নিজেদের জগতে সীমাবদ্ধ।
কলকাতার প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তী জানাচ্ছেন, সেখানে নবম থেকে দ্বাদশ শ্রেণি এবং স্নাতক স্তর মিলিয়ে সব বয়সের ২৫ জন পড়ুয়া রয়েছেন। লেখাপড়া শেখান পাঁচ শিক্ষক। সুপার বলেন, ‘‘সরকারি নির্দেশিকা মেনে এ দিন স্কুল খোলা হয়েছে। তবে বন্দিরা করোনা কালেও লেখাপড়ার মধ্যেই ছিলেন। মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে তাঁরা অনলাইনে প্রজেক্ট জমা দিয়েছেন।’’