‘মি টু’-র ঝড়ে এ বার কলকাতা পুলিশও!
বিশ্বের তাবড় তাবড় তারকা, অভিনেত্রী থেকে শুরু করে সাধারণ কর্মরত মহিলা, কলেজ ছাত্রী সকলেরই ফেসবুক কিংবা টুইটারের দেওয়ালে জ্বলজ্বল করছে এই দু’টি শব্দ। আর কোনও ‘ট্যাবু’ নয়। প্রকাশ্যে জানানো যে জীবনের কোনও না কোনও সময়ে তাঁরা পুরুষের হাতে যৌন হেনস্থা বা নিগ্রহের শিকার হয়েছেন। আর সেই তালিকায় রয়েছেন কলকাতার একাধিক মহিলাও। আর সেই তালিকা দেখেই কলকাতা পুলিশ মঙ্গলবার তাদের ওয়েবসাইটে জানাল, মহিলাদের পাশে তারা সব সময়ে রয়েছে। কোনও রকম যৌন হেনস্থা কিংবা নিগ্রহের শিকার হলে ভয় না পেয়ে মহিলারা যেন পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন।
শুধু তাই নয়। অভিযোগ পাওয়া মাত্র পুলিশ ব্যবস্থা নেবে এবং মহিলাকে সব রকম নিরাপত্তা দিতে প্রস্তুত বলেও জানানো হয়েছে ওই পোস্টে। এ দিন কলকাতা পুলিশের ওয়েবসাইটে বলা হয়েছে, সোমবার এবং মঙ্গলবার টুইটার ও ফেসবুকের দেওয়ালে এত সংখ্যক ‘মি টু’-র হ্যাশট্যাগ হয়েছে যা দেখে বোঝা যাচ্ছে কত সংখ্যক মহিলা রোজ যৌন নিগ্রহের শিকার হন! তবে কলকাতা পুলিশের থানার অধীনে থাকা মহিলারা এটুকু আশ্বস্ত থাকতে পারেন যে কলকাতা পুলিশ সব সময়ে মহিলাদের পাশে রয়েছে। যে কোনও সময়ে এ ধরনের ঘটনা ঘটলে মহিলারা ভয় না পেয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করুন।