এক অটোচালক এবং বাসচালকের মধ্যে গোলমাল ঘিরে বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়াল বাগুইআটিতে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অটোচালককে। ধৃতের নাম বিল্টু। পুলিশ জানায়, এ দিন সকাল ১০টা নাগাদ জোড়ামন্দির থেকে একটি বেসরকারি বাস বাগুইআটি যাচ্ছিল। বাগুইআটির কিছু আগে আচমকাই বাসটির সামনে একটি অটো দাঁড়িয়ে যায়। অভিযোগ, এর পরেই দুই চালকের মধ্যে তুমুল বচসা শুরু হয়। অটোচালকের অভিযোগ, বাসটি ডিভাইডারের দিকে অটোটিকে এমন ভাবে চেপে দেয় যে কার্যত উল্টে যাওয়ার মতো অবস্থা হয়। অভিযোগ অস্বীকার করেন বাস চালক। অভিযোগ, বচসার মাঝে অটোচালক একটি বাঁশ নিয়ে বাসচালককে মারতে শুরু করেন।
এর পরেই বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরাও। শুরু হয় তুমুল উত্তেজনা। আটক করা হয় অটোচালককে। পরে তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় বাগুইআটি থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, অটোচালকদের দাদাগিরি বেড়েই চলেছে। প্রশাসন কড়া পদক্ষেপ না করলে তাঁদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আসবে না বলেই তাঁদের অভিযোগ। অভিযোগ পুরোপুরি স্বীকার না করলেও অটোচালকদের
একাংশের বক্তব্য, উল্টোডাঙা থেকে বাগুইআটির পথে অটোর সংখ্যা বেড়েই চলেছে। ফলে যাত্রী তোলা নিয়ে রেষারেষি রয়েছে। অটোচালকদের একাংশের এই সব কাজের জন্য সকলের বদনাম হচ্ছে বলে তাঁদের দাবি। পাশাপাশি অটোচালক এবং নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, ভিআইপি রোডে অনেক বাসও বেপরোয়া ভাবে চলে। সেক্ষেত্রে অটোচালকদের পাশাপাশি বাসচালকদের উপরেও নজরদারি করা প্রয়োজন।
বিধাননগরের এক পুলিশকর্তা জানান, অটোর দৌরাত্ম্য নিয়ে লিখিত অভিযোগ না এলেও বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy