Advertisement
১৯ মে ২০২৪
Accident

অটোকে ছিটকে দিল বেপরোয়া বাস, সল্টলেকে মৃত ১, জখম ৪

কলকাতার বুকে বেপরোয়া গাড়ির দৌরাত্ম অব্যাহত। কখনও অটো, কখনও বা বাস। ১৬ সেপ্টেম্বর উত্তর কলকাতার গৌরীবাড়ি এলাকায় অটোর ধাক্কায় মারা গিয়েছিলেন কলেজ ছাত্রী পূজা পাল। এবার বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হল এক অটো চালকের।

মৃত্যু এক অটো চালকের

মৃত্যু এক অটো চালকের

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৬ ১৫:০০
Share: Save:

কলকাতার বুকে বেপরোয়া গাড়ির দৌরাত্ম অব্যাহত। কখনও অটো, কখনও বা বাস। গত শুক্রবার উত্তর কলকাতার গৌরীবাড়ি এলাকায় বেপরোয়া অটো বাসে ধাক্কা মারার ঘটনায় মৃত্যু হয়েছিল কলেজ ছাত্রী পূজা পালের। এবার বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হল এক অটো চালকের। বিধাননগরে সিটি সেন্টার কাছে বাসের উল্টো দিক থেকে আসতে থাকা একটি অটোকে প্রচণ্ড গতিতে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি বেসরকারি বাস। অটো চালক ছাড়াও জখম হন চার যাত্রীও। আশঙ্কাজনক অবস্থায় অটো চালককে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। বছর ৩৫-র অটো চালকের নাম শম্ভু নস্কর। তিন অটো যাত্রীর আঘাতও বেশ গুরুতর।

আরও পড়ুন- বেপরোয়া অটোয় উঠে বেঘোরে মৃত্যু অষ্টাদশীর

স্থানীয় সূত্রের খবর, নিউটাউন-হাওড়া ২১৫/১ রুটের বাসটি করুণাময়ী হয়ে উল্টোডাঙ্গার দিকে যাচ্ছিল। অন্য দিকে উল্টোডাঙ্গা থেকে আসছিল অটোটি। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে বাসটি ছুটে আসছিল। সিটি সেন্টার আইল্যান্ডের সামনে অটোর মুখোমুখি হয়ে গেলেও বাস না থামিয়ে সজোরে ধাক্কা মেরে বেরিয়ে যায় চালক। ট্রাফিক সিগন্যাল ভেঙে বাসটি ধাক্কা মারে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। চোখের পলকেই চালক সহ বাস উধাও হয়ে যায়। অটোয় থাকা ৪ যাত্রীর মধ্যে মিলনী নন্দী (৩৫) ও সুশ্রী অধিকারীকে ভর্তি করা হয়েছে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। বাইপাসের আর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি দুই জন যাত্রী আশিস মিত্র ও অরিন্দম ব্যানার্জিকে।

সিটি সেন্টার আইল্যান্ডের কাছে ট্রাফিক সিগন্যাল না মানার অভিযোগ বারবারই উঠে এসেছে। পুলিশের কাছে একাধিক বার অভিযোগ করলেও কোনও সুরাহা হয়নি বলে জানান স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন- কলকাতা এ বার নতুন সাজে আনন্দ উৎসবে

আরও পড়ুন- নিবিড় শরীরচর্চাতেই সিদ্ধি মিলবে পুজোয়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Saltlake Car Accident Auto in Kolkata Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE