Advertisement
E-Paper

এখনও জ্বলছে বাগড়ি মার্কেট, চার ও পাঁচ তলায় আগুনের হলকা, নেভানোর চেষ্টা জারি

শনিবার রাত দুটো নাগাদ বাগরি মার্কেটে আগুন লাগে। তারপর থেকেই নিরন্তর আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন দমকলকর্মীরা। রবিবার সারা দিন, সারা রাত আগুনের সঙ্গে যুঝেও কাবু করা যায়নি বাগরি মার্কেটের আগুন। সোমবারও চলছে আগুনের সঙ্গে লড়াই।

সোমবার সকালেও এভাবেই বেরিয়ে আসে আগুনের শিখা।

সোমবার সকালেও এভাবেই বেরিয়ে আসে আগুনের শিখা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১০:৫০
Share
Save

৩০ ঘণ্টা পার। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বাগড়ি মার্কেটের আগুন। এখনও চার ও পাঁচ তলার বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। মাঝে মধ্যেই বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসছে আগুনের হলকা। দমকলের ডিজি জগমোহন জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে।

শনিবার রাত দুটো নাগাদ বাগরি মার্কেটে আগুন লাগে। তারপর থেকেই নিরন্তর আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন দমকলকর্মীরা। রবিবার সারা দিন, সারা রাত আগুনের সঙ্গে যুঝেও কাবু করা যায়নি বাগরি মার্কেটের আগুন। সোমবারও চলছে আগুনের সঙ্গে লড়াই।

অবিরাম জলবর্ষণ

আগুন লাগার পর থেকেই শুরু হয়েছিলঅবিরাম জলবর্ষণ। এখনও পর্যন্ত সেই জল ঢালার কাজ চলছে নিরন্তর। জল ঢেলে একদিকে যেমন আগুন নেভানোর চেষ্টা চলছে, তেমনই বাড়িটি ভেঙে পড়া আটকাতে জল ছিটিয়ে ঠান্ডা রাখার প্রচেষ্টাও জারি রয়েছে। পাশাপাশি যখনই যেখান থেকে আগুন দেখা যাচ্ছে, হোস পাইপ সেই দিকে ঘুরিয়ে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা।

সোমবারও জ্বলছে বাগড়ি মার্কেট। যুদ্ধ জারি দমকলের। দেখুন ভিডিয়ো

জ্বলছে চার ও পাঁচ তলা

এখন দমকল কর্মীদের মূল লড়াই চার ও পাঁচ তলার আগুনের সঙ্গে। এই দু’টি তলা থেকে এখনও মাঝে মধ্যেই আগুনের শিখা বেরিয়ে আসছে। বিভিন্ন জায়গায় জ্বলছে আগুন। কখনও বাইরেও ভয়ঙ্কর ভাবে আগুন বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। সেই সঙ্গে ভিতরেও বিভিন্ন পকেটে আগুন রয়েছে বলে মনে করছেন দমকল কর্মীরা।

ধোঁয়ার মেঘ: বাগড়ি মার্কেট চত্বর ঢেকেছে কোলো ধোঁয়ায়। ছবি: রয়টার্স

আরও পডু়ন: ফের যেন অগ্নিপরীক্ষা, পুড়ে ছাই বাগড়ি বাজার, পুজোর আগে সর্বস্বান্ত বহু

তিন তলা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে

আপাতত বাগড়ি মার্কেটের এক, দুই এবং তিন তলার আগুন নিয়ন্ত্রণে। দমকল কর্মীরা জানিয়েছেন, এই তিনটি তলায় আপাতত বড় কোনও আগুনের উৎস নেই। তবু কাজ করছেন তাঁরা। খোঁজ চলছে আরও কোথায় বিন্দুমাত্র আগুন রয়েছে কিনা।

অগ্নিপরীক্ষা: উল্টো দিকের বাড়ি থেকে চলছে জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা। —নিজস্ব চিত্র

আরও পড়ুন: আগুন লেগে গেল ছাড়পত্র দেওয়ার দু’মাসের মধ্যেই

ছাদে দমকলকর্মীরা

দমকল কর্মীরা জানিয়েছেন, রাতে তাঁরা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনে ফেলেছিলেন। এমনকি, সোমবার সকালে বাড়ির ছাদে পর্যন্ত উঠে গিয়েছিলেন। কিন্তু চার ও পাঁচ তলা থেকে মাঝে মধ্যেই আগুনের শিখা বেরিয়ে আসায় তাঁরা ঝুঁকি নিতে পারেননি। কিছুক্ষণ কাজ করার পরই নেমে আসতে বাধ্য হন।

আরও পডু়ন: আগুন নেভাতে সেনা! ভেবেই পেল না মন্ত্রিগোষ্ঠী

শেষ সম্বল বাঁচানোর চেষ্টা

পুজোর আগে কার্যত সর্বস্বান্ত বাগড়ি মার্কেটের ব্যবসায়ীরা। দোকানের জিনিসপত্রের আর কিছুই কার্যত অবশিষ্ট নেই। তবু তার মধ্যেই যেটুকু বাঁচানো যায়, তার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। রাতভর সেই চেষ্টা চলেছে। সকাল হতেই সেই কাজ আরও জোরদার ভাবে শুরু করেছেন ব্যবসায়ীরা। দোকানের ভিতরে ঢুকে আধপোড়া বা সামান্য যা কিছু অবশিষ্ট পাচ্ছেন, তাই বাইরে বের করে আনছেন ব্যবসায়ীরা।

উদ্ধার: ভস্মীভূত মার্কেটের ভিতর থেকেই যা কিছু বেঁচে, সেগুলি বের করে আনার চেষ্টা। —নিজস্ব চিত্র

আরও পড়ুন: আগুন লেগে গেল ছাড়পত্র দেওয়ার দু’মাসের মধ্যেই

সময় লাগবে আরও

দমকলের ডিজি জগমোহনের দাবি, অনেকটাই নিয়ন্ত্রণে এসে গিয়েছে বাগড়ি মার্কেটের আগুন। যদিও তিনি জানিয়েছেন, এখনও বিল্ডিংয়ের অনেক অংশে ঢোকা যাচ্ছে না। পাশাপাশি চার ও পাঁচ তলায় এখনও যেভাবে জ্বলছে, তা নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে বলেও মনে করছেন তিনি। তবে ‘আরও সময়’ যে কত, তা নির্দিষ্ট করে বলতে চাননি ডিজি।

Bagri Market Kolkata Fire বাগড়ি মার্কেট

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}