ভুয়ো সমন দাখিলের ঘটনায় প্রতারণার মামলা দায়ের করার নির্দেশ দিয়েছিল আদালত। পুলিশ মামলা দায়েরও করে। এ বার সেই মামলার এফআইআর থেকে এক মহিলা আইনজীবীর নাম প্রত্যাহারের দাবিতে ব্যাঙ্কশাল আদালতের মুখ্য বিচার বিভাগীয় বিচারক এবং তৃতীয় মেট্রোপলিটন বিচারকের এজলাস বয়কটের ডাক দেওয়া হল।
সূত্রের খবর, ব্যাঙ্কশাল আদালতের পাঁচটি বার সোমবার থেকে ওই বয়কটের ডাক দিয়েছে। বার অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক শ্যামল মণ্ডল জানান, তাঁরা এ দিন মুখ্য বিচারবিভাগীয় বিচারকের সঙ্গে দেখা করে ওই আইনজীবীর নাম বাদ দিতে ৭২ ঘণ্টা সময় দিয়েছেন। ওই তিন দিন দুই এজলাসের শুনানিতে কোনও আইনজীবী যোগ দেবেন না বলে তিনি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার জলপাইগুড়ির বাসিন্দা সঞ্জয় কুমার নামে এক ব্যক্তি তৃতীয় মেট্রোপলিটন বিচারকের একটি হাজিরার ‘সমন’ নিয়ে ওই আইনজীবীর সঙ্গে দেখা করেন। সূত্রের দাবি, যে মামলার সমন পাঠানো হয়েছিল তা কিছু দিন আগেই খারিজ করে দেওয়া হয়েছিল। ফলে সেই মামলায় ফের মক্কেলের নামে সমন জারি হওয়ায় ওই আইনজীবী বিচারকের মুহুরির কাছে সমনটি জমা দেন।