Advertisement
০৬ মে ২০২৪
Calcutta High Court

Calcutta High Court: কলকাতা হাই কোর্টে স্বাস্থ্য পরীক্ষা শিবির, ঘুরে দেখলেন বিচারপতিরা

আইনজীবী এবং আদালতের কর্মীদের জন্য স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন হল কলকাতা হাই কোর্টে।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ০০:৪৬
Share: Save:

আইনজীবী এবং আদালতের কর্মীদের জন্য স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন হল কলকাতা হাই কোর্টে। বুধবার হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বার লাইব্রেরিতে ওই শিবিরের আয়োজন করা হয়। সেখানে আইনজীবী এবং আদালতের কর্মীদের বিনামূল্যে সাধারণ স্বাস্থ্যের পরীক্ষা করা হয়। বারের এই উদ্যোগ ঘুরে দেখেন হাই কোর্টের বিচারপতিরা। বুধবার দুপুরে সেখানে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসুমল্লিক বলেন, ‘‘কোভিডের কারণে অনেকের মধ্যে অসুস্থতা রয়েছে। মাঝে মধ্যে এই ধরনের পরীক্ষা করার প্রয়োজন হয়। সেই জন্যই সাধারণ স্বাস্থ্য পরীক্ষা জন্য এই আয়োজন।’’ বারের এই পদক্ষেপে খুশি বিচারপতিরাও। তাঁরাও ঘুরে দেখেন স্বাস্থ্য শিবির। বিশ্বব্রত জানান, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি, এই স্বাস্থ্য ঘুরে দেখেন বিচারপতি টিএস শিবজ্ঞানম, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী।

বুধবার বার অ্যাসোসিয়েশন থেকে জানা যায়, ২০০ জনের বেশি লোকের চক্ষু পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা হয়েছে কয়েকশো জনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Calcutta High Court bar association
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE