কলকাতা পুলিশ তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর মামলা দায়ের করায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানালেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। গত ২৯ এপ্রিল ভোরে লেক মার্কেটের সামনে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সোনিকা সিংহ চৌহানের। সোমবার বিক্রমের আইনজীবী রাজদীপ মজুমদার জানান, দিন কয়েকের মধ্যে হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে আগাম জামিনের মামলাটির শুনানি হতে পারে।
পুলিশের অভিযোগ, ওই দিনের দুর্ঘটনার সময়ে বিক্রম নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। ঘটনার পরে প্রথমে পুলিশ বিক্রমের বিরুদ্ধে বেপরোয়া গা়ড়ি চালানোর জন্য গাফিলতিতে মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করে। ফলে নিম্ন আদালতে জামিনও পেয়ে যান ওই অভিনেতা।
আরও পড়ুন: অগ্রিম টাকা নিয়েও গাইলেন না ইমন? ‘অপপ্রচার’, বললেন শিল্পী