এ বার বিশ্ববাংলা মল হচ্ছে কলকাতায়। বাইপাসের ধারে প্রায় এক একর জমিতে ওই মল গড়বে কলকাতা পুরসভা। মঙ্গলবার কলকাতা পুরসভার মেয়র পারিষদদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম এই বিশ্ববাংলা মল খোলার ইচ্ছা প্রকাশ করেন। যেখানে রাজ্যের কারিগরদের হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র এক জায়গা থেকে বিক্রির ব্যবস্থা থাকবে। সেই লক্ষ্যেই পুর প্রশাসন ওই মল তৈরির সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মেয়র।
পুরসভা সূত্রে খবর, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে পরমা পুলিশ স্টেশনের পাশে একটি সংস্থার গ্রিন প্রকল্প রয়েছে, তার পাশেই তৈরি হবে ওই মল। শোভনবাবু জানান, প্রায় আড়াই বিঘারও বেশি জমিতে ওই মল তৈরির সিদ্ধান্ত পাকা। কী ভাবে গড়ে তোলা হবে তা নিয়ে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের সঙ্গে আলোচনা করবে পুর প্রশাসন। ওই দফতরের সচিব রাজীব সিংহের ইতিমধ্যেই পুর কমিশনার খলিল আহমেদের বৈঠক হয়েছে বলে জানান তিনি।
নবান্ন সূত্রে খবর, কলকাতা বন্দর, পার্ক স্ট্রিট-সহ শহরের একাধিক এলাকায় বিশ্ববাংলা স্টল আছে। স্টল রয়েছে নয়াদিল্লিতেও। এ রাজ্যের শিল্পী ও কারিগরদের প্রস্তুত করা দ্রব্য দেশবিদেশের মানুষের কাছে সুনাম কুড়িয়েছে। বাংলার তৈরি নানা জিনিসের বিক্রিও বাড়ছে। সব দিকে লক্ষ্য রেখেই এক ছাতার তলায় সব রকমের দ্রব্য রাখতে মল তৈরির ভাবনা ছিল মুখ্যমন্ত্রীর। এ বার তা বাস্তব করতে উদ্যোগী হল পুরসভা এবং সরকার।
মেয়র জানান, যে জমিতে ওই বহুতল তৈরি হবে, সেটি পুরসভারই। তাই তার মূল্য লাগছে না। তবে বহুতল তৈরির খরচ আবাসন দফতরও দিতে পারে। আগামী কয়েক দিনের মধ্যেই তা নির্ধারিত হবে। তবে কাজটি করবে পুরসভা। কাজ সম্পূর্ণ হয়ে গেলে তা তুলে দেবে রাজ্য সরকারের হাতে।