Advertisement
১৯ মে ২০২৪
State news

বৌবাজারের কাছে আতঙ্ক ছড়িয়ে গাড়িতে বিস্ফোরণ

ঘটনায় দু’জন যুবক গুরুতর জখম হয়েছেন। তাঁরা দু’জনেই ওই গাড়িতে ছিলেন।

বিস্ফোরণে বিধ্বস্ত হয়ে গিয়েছে গাড়িটি। ছবি: বিশ্বনাথ বণিক।

বিস্ফোরণে বিধ্বস্ত হয়ে গিয়েছে গাড়িটি। ছবি: বিশ্বনাথ বণিক।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৭ ১৩:৫৮
Share: Save:

চলন্ত গাড়ির মধ্যে আচমকাই বিস্ফোরণ ঘটল সেন্ট্রাল মেট্রো স্টেশন চত্বর। রবিবার সকালে এই এলাকাতেই একটি গাড়ির মধ্যে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, নীল রঙের ওই হুন্ডাই গাড়ির পিছনের সিটে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার ছিল। কোনও ভাবে সেটিতেই বিস্ফোরণ ঘটে।

এই গাড়িটি মেট্রো চ্যানেল থেকে বেরিয়ে গাড়িটি মহম্মদ আলি পার্কের দিকে যাচ্ছিল। কারণ সেখানে একটি অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানেই বেলুন ফোলানোর জন্য গ্যাস সিলিন্ডারটিকে নিয়ে যাওয়া হচ্ছিল গাড়িতে করে। গাড়িটি সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছে পৌঁছতেই এই দুর্ঘটনা।

আরও পড়ুন: সবচেয়ে ভয়ঙ্কর ডুবোজাহাজ বানাল রাশিয়া

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই একটা বিকট আওয়াজ। ছুটে কাছে গিয়ে দেখেন গাড়িটি বিধ্বস্ত অবস্থায় পড়ে রয়েছে। গাড়ির কাচ ভেঙে গিয়েছে। গাড়ির ভিতরে দু’জন যুবক ছিলেন। তাঁরাও ভীষণভাবে জখম হয়ে পড়েন। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Central metro Kolkata Blast কলকাতা
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE