Advertisement
০৫ মে ২০২৪

লক্ষাধিক টাকা ‘লুঠ’, গ্রেফতার ৭

লক্ষাধিক টাকা হাতিয়ে এক মহিলাকে প্রতারণার অভিযোগে সাত জনকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। বুধবার দুপুরে বাগুইআটির শাস্ত্রীবাগান এলাকা থেকে তাদের ধরা হয়। ধৃতদের মধ্যে ছ’জন মহিলা এবং এক জন পুরুষ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৬ ০১:৩৭
Share: Save:

লক্ষাধিক টাকা হাতিয়ে এক মহিলাকে প্রতারণার অভিযোগে সাত জনকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। বুধবার দুপুরে বাগুইআটির শাস্ত্রীবাগান এলাকা থেকে তাদের ধরা হয়। ধৃতদের মধ্যে ছ’জন মহিলা এবং এক জন পুরুষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডানকুনির বাসিন্দা ওই মহিলা সম্প্রতি বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করে জানান, তিনি সংবাদপত্রে একটি ফ্রেন্ডশিপ ক্লাবের বিজ্ঞাপন দেখে উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। প্রথমে রেজিস্ট্রেশনের জন্য তাঁর কাছ থেকে ১৫০০ টাকা নেওয়া হয়। এর পরে নানা রকম কারণ দেখিয়ে নেওয়া হয়েছিল আরও প্রায় ১৩ লক্ষ টাকা। তখনই গোটা বিষয়টি নিয়ে সন্দেহ হয় ওই মহিলার। তিনি পুরো ঘটনাটি সাইবার থানায় জানান।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গত ৩ বছর ধরে এই প্রতারণা করে চলেছে অভিযুক্তেরা। এমনকী, তারা ঘন ঘন নিজেদের অফিসও বদল করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ১৬টি মোবাইল ফোন, ২৫টি সিম কার্ড, পাসবুক এবং এটিএম কার্ড। তদন্তকারী অফিসারদের অনুমান, ৩ বছরে প্রায় তিন হাজার লোককে ঠকিয়েছে অভিযুক্তেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Booty Arrested
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE