Advertisement
১৬ মে ২০২৪

মদের আসর বসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনেই!

পুলিশ সূত্রের খবর, সোমবার ছাত্র সংসদের সাধারণ সম্পাদক লগ্নজিতা চক্রবর্তী পুলিশে অভিযোগ করেন, রাত ৯টার পর থেকে এলাকার বইয়ের দোকানগুলি ঝাঁপ ফেলতে শুরু করে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জুন ২০১৭ ১৩:৩১
Share: Save:

বইপাড়াও কি ক্রমশ হয়ে উঠছে নেশাখোরদের মুক্তাঞ্চল? এ বার এই প্রশ্নই সামনে এল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের একটি অভিযোগকে কেন্দ্র করে।

পুলিশ সূত্রের খবর, সোমবার ছাত্র সংসদের সাধারণ সম্পাদক লগ্নজিতা চক্রবর্তী পুলিশে অভিযোগ করেন, রাত ৯টার পর থেকে এলাকার বইয়ের দোকানগুলি ঝাঁপ ফেলতে শুরু করে। সেই সুযোগে কয়েক জন যুবক বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়ে মদের আসর বসায় বিশ্ববিদ্যালয়ের সামনেই। নিজেদের মধ্যে গালিগালাজও করে তারা। ফুটপাথ দিয়ে কার্যত হাঁটাই যায় না। ক্যাম্পাসের ভিতর থেকেও কয়েক বার মদের বোতলের ভাঙা অংশ মিলেছে বলে অভিযোগ লগ্নজিতার।

গত সপ্তাহেই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ইলিয়াস আখতারের আবেদনের ভিত্তিতে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে কলেজ স্কোয়ারে মিটিং-মিছিল নিষিদ্ধ করেছে পুলিশ। এ বার ঐতিহ্যশালী কলকাতা বিশ্ববিদ্যালয়ের গা-ঘেঁষে এই ধরনের কুকর্ম চলার অভিযোগ ওঠায় শোরগোল পড়ে গিয়েছে। উপাচার্য আশুতোষ ঘোষ বলেন, ‘‘বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলা হবে।’’ পুলিশ জানিয়েছে, আজ, মঙ্গলবার থেকেই এলাকায় তল্লাশি চালানো হবে।

আরও পড়ুন: এগিয়ে আসেনি কেউ, তিন ঘণ্টা পথে পড়ে মৃত্যু বৃদ্ধের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE