Advertisement
১৬ মে ২০২৪

জলে ডুবে মৃত্যু বালকের

জলে ডুবে মৃত্যু হল এক বালকের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম বন্দর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর সাড়ে বারোটা নাগাদ সুরিনাম জেটির কাছে গঙ্গায় ১০-১২ বছর বয়স্ক এক বালকের দেহ ভাসতে দেখা যায়। এসএসকেএম হাসপাতালে চিকিসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বালকের দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৫ ০০:২২
Share: Save:

জলে ডুবে মৃত্যু হল এক বালকের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম বন্দর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর সাড়ে বারোটা নাগাদ সুরিনাম জেটির কাছে গঙ্গায় ১০-১২ বছর বয়স্ক এক বালকের দেহ ভাসতে দেখা যায়। এসএসকেএম হাসপাতালে চিকিসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বালকের দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না।

পুলিশ জানিয়েছে, ওই বালকের গলায় একটি লকেটে আব্দুর রহমান নামে এক ব্যক্তির নাম ও মোবাইল নম্বর পাওয়া যায়। ওই ব্যক্তিকে ফোন করা হলে তিনি নিজেকে মৃত বালকের বাবা বলে পরিচয় দেন। তিনি দাবি করেন, মৃত বালক মানসিক ভারসাম্যহীন এবং গত শুক্রবার থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ সূত্রে খবর, আব্দুর রহমান নামক ওই ব্যক্তিকে দেহ শনাক্তকরণের জন্য তলব করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bandar area drown mobile
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE