Advertisement
১৬ মে ২০২৪

ডুবে মৃত বালক

ফুটবল খেলার শেষে তিন বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে গিয়েছিল। দু’জন পাড়ে বসে থাকলেও এক জন সাঁতার কাটার জন্য ঝাঁপ দিতেই জলের টানে ভেসে যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৬ ০০:৫৫
Share: Save:

ফুটবল খেলার শেষে তিন বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে গিয়েছিল। দু’জন পাড়ে বসে থাকলেও এক জন সাঁতার কাটার জন্য ঝাঁপ দিতেই জলের টানে ভেসে যায়। বেশ কিছু দূর ভেসে যাওয়ার পরে তলিয়ে যায় ছেলেটি। বন্ধুকে তলিয়ে যেতে দেখে ভয়ে সিঁটিয়ে কিছুক্ষণ গঙ্গার পাড়েই বসেছিল দুই বন্ধু। শেষমেশ কাউকে কিছু না বলে ওই দু’জন হাজির হয় থানায়। সেখানেই তারা জানায়, কী ভাবে তাদের বন্ধু তলিয়ে গিয়েছে। প্রায় সাড়ে চার ঘণ্টা পরে গঙ্গা থেকে ওই বালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে এই ঘটনায় ঘটেছে বালির পাল ঘাটে। পুলিশ জানায়, বেলুড়ের বাসিন্দা কমলেশ সিংহের ছেলে রাহুল এ দিন দুপুরে দুই বন্ধুর সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিল। পরে তারা ওই ঘাটে স্নান করতে যায়। আর তখনই ঘটে দুর্ঘটনাটি। এ দিকে দুপুরে খেলতে বেরিয়ে সন্ধ্যা হয়ে গেলেও রাহুল বাড়ি না ফেরায় হন্যে হয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করছিলেন তার পরিজনেরা। তখনই পালঘাট থেকে সোজা বেলুড় থানায় গিয়ে সব ঘটনা জানিয়ে কেঁদে ফেলে অন্য দুই বালক।

পুলিশ জানায়, ওই দুই বালকের থেকে রাহুলের বাড়ির ফোন নম্বর নিয়ে খবরটা জানানো হয়। এর পরে রাহুলের পরিজনেরা থানায় এলে তাঁদের নিয়ে যাওয়া হয় গঙ্গার ওই ঘাটে। খবর দেওয়া হয় বালি থানাতেও। স্থানীয় যুবকদের নিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। রাত ৮টা নাগাদ স্থানীয় এক যুবক ঘাটের একটু দূরে রাহুলের সন্ধান পান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

drown Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE