Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ইটভাটার কর্মীকে খুন

বাড়ির কাছের রাস্তা থেকে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল। শনিবার রাতের ওই ঘটনাকে ঘিরে রহস্য দানা বেধেছে দেগঙ্গার গোবিন্দপুরে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share: Save:

বাড়ির কাছের রাস্তা থেকে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল। শনিবার রাতের ওই ঘটনাকে ঘিরে রহস্য দানা বেধেছে দেগঙ্গার গোবিন্দপুরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ইব্রাহিম ইসলাম (২২)। একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই যুবক। তার কিছু ক্ষণের মধ্যেই ইব্রাহিমের দেহ উদ্ধার হয়।

ইব্রাহিম ইটভাটায় লরিতে ইট ওঠানো নামানোর কাজ করতেন। তাঁর স্ত্রী সরিফা বিবি বলেন, ‘‘সন্ধ্যায় বাড়িতে ভাত খাওয়ার পরে স্বামীর মোবাইলে ফোন আসে। উনি বাড়ি থেকে বেরিয়ে যান।’’ তিনি আরও বলেন, ‘‘কারও সঙ্গে ওঁর শত্রুতা ছিল বলে শুনিনি। তবে লরিতে ইট ওঠানো নামানোর কাজ করা কয়েক জন শ্রমিকের সঙ্গে স্বামীর বনিবনা হচ্ছিল না বলে স্বামীর মুখে শুনেছি।"

দেগঙ্গা থানার পুলিশ জানায়, শনিবার রাত ৮টা নাগাদ ইব্রাহিমের দেহ গোবিন্দপুরের বিদ্যাধরী খালের পাশে ইটের রাস্তার উপরে পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। নিহতের মাথায় ও ঘাড়ে কোপানোর চিহ্ন মিলেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের অনুমান, ইব্রাহিমকে কুপিয়ে খুন করা হয়েছে। তবে খুনের কারণ এখনও পরিষ্কার নয়। পুলিশের এক কর্তা বলেন, ‘‘তদন্তে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।’’ দেহটি ময়না-তদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Murder Brick Kiln
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE