Advertisement
২৫ এপ্রিল ২০২৪

স্কুলের পথ আটকে নির্মাণ সামগ্রী, ক্ষোভ

এক মাসেরও বেশি সময় ধরে লেকটাউনের একটি সরকার পোষিত স্কুলের সামনে রাস্তার অনেকটা অংশ জুড়ে নির্মাণ সামগ্রী পড়ে আছে।

এক মাসেরও বেশি সময় ধরে স্কুলের সামনে রাস্তার অনেকটা অংশ জুড়ে নির্মাণ সামগ্রী পড়ে আছে। প্রতীকী ছবি।

এক মাসেরও বেশি সময় ধরে স্কুলের সামনে রাস্তার অনেকটা অংশ জুড়ে নির্মাণ সামগ্রী পড়ে আছে। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ০১:১৩
Share: Save:

স্কুলের সামনের রাস্তায় পড়ে থাকা নির্মাণ সামগ্রী সরানোর সিদ্ধান্ত নিলেন পড়ুয়াদের অভিভাবকেরাই।

এক মাসেরও বেশি সময় ধরে লেকটাউনের একটি সরকার পোষিত স্কুলের সামনে রাস্তার অনেকটা অংশ জুড়ে নির্মাণ সামগ্রী পড়ে আছে। তাতে রাস্তা সঙ্কীর্ণ হয়ে পড়েছে। নির্মাণ সামগ্রীর সেই স্তূপ টপকে স্কুলে ঢুকতে বাধ্য হচ্ছে পড়ুয়ারা। এক ছাত্রীর মা দীপ্তি পাল বলেন, ‘‘নির্মাণ সামগ্রীতে বাচ্চারা পা পিছলে পড়ে যাচ্ছে।’’ পুর-প্রশাসন শেষ পর্যন্ত ওই নির্মাণ সামগ্রী না সরালে আজ, শুক্রবার অভিভাবকেরা সেগুলি সরিয়ে দিতে পারেন।

বৃহস্পতিবার স্কুলের সামনে দাঁড়িয়ে অন্য এক ছাত্রীর অভিভাবকের অভিযোগ, ‘‘ওই সমস্যার জেরে স্কুলে আসার সময় বাচ্চাদের রাস্তার মাঝে নামতে হচ্ছে। পিছন থেকে গাড়ি ধাক্কা মারলে কে দেখবে?’’ তাঁদের অভিযোগ, স্থানীয় দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলর মানসরঞ্জন রায়কে বিষয়টি জানিয়েও কাজ হয়নি। স্কুল কমিটির এক সদস্য তথা অভিভাবক সুকল্যাণ চক্রবর্তী বলেন, ‘‘সন্তানদের সুরক্ষার কথা ভেবে ওই নির্মাণ সামগ্রী আমরাই সরিয়ে দেব বলে সিদ্ধান্ত নিয়েছি।’’

কাউন্সিলর মানসবাবু বলেন, ‘‘উন্নয়নের কাজ হলে একটু অসুবিধা তো হবে! নির্মাণ সামগ্রী যাতে সরিয়ে ফেলা হয় সেটা দেখছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lake Town লেকটাউন
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE