Advertisement
০৩ মে ২০২৪
Bus Accident

Accident: প্রথমে বাসের ধাক্কা, সামলে ওঠার আগেই পড়ুয়া-সহ পুলকারে অটোর ধাক্কা বেহালায়

বেহালার নতুন পাড়ায় ১২সি/১ রুটের বাস পুলকারে ধাক্কা মারে। পুলকারে থাকা তিন শিশু অক্ষত রয়েছে। দুর্ঘটনায় ছ’জন আহত হয়েছেন।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০২২ ১২:৩৯
Share: Save:

বেহালার নতুন পাড়ায় পুলকারে সজোরে ধাক্কা মারল বাস। ধাক্কার জেরে পুলকারটি থামতেই, তাতে ধাক্কা মারল একটি অটো। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনায় বেশ কয়েক জন জখম হয়েছেন।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় পুলকারে থাকা তিন শিশু অক্ষত রয়েছে। পুলকারের চালক ও সহযোগী, অটো চালক, তিন বাসযাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার কবলে পড়ে ১২সি/১রুটের বাস। দুর্ঘটনার পরই পলাতক চালক। যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে বড় কিছু ঘটতে পারত বলে দাবি স্থানীয়দের একাংশের।

স্থানীয়দের দাবি, বেহালা চৌরাস্তার দিকে তীব্র গতিতে যাচ্ছিল বাসটি। পুলকারটি যাচ্ছিল বকুলতলার দিকে। গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়েই পুলকারে ধাক্কা মারে বাসটি, এমনটাই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bus Accident Behala Kolkata Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE