E-Paper

বাসের ইতিহাস নিয়ে অনুষ্ঠান

কলকাতায় প্রায় ১৯৫ বছর ধরে বাসের বিবর্তনের ইতিহাস তুলে ধরতে মঙ্গলবার বিশেষ বাসযাত্রার আয়োজন করল বাসপ্রেমী সংগঠন কলকাতা বাস-ও-পিডিয়া।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ০৯:২৬
ধর্মতলা বাস স্ট্যান্ড।

ধর্মতলা বাস স্ট্যান্ড। ফাইল চিত্র।

এক সঙ্গে অনেক যাত্রীকে নিয়ে কলকাতায় প্রথম ঘোড়ায় টানা যান ছুটেছিল ১৮৩০ সালে। ধর্মতলা থেকে বি টি রোড ধরে ব্যারাকপুর পর্যন্ত যেত ওই গাড়ি। কলকাতায় পুরোদস্তুর মোটরচালিত বাসের যুগ শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের পরে। ঘোড়ায় টানা গাড়িতে একসঙ্গে অনেক যাত্রী পরিবহণের সময় থেকে হাল আমল পর্যন্ত, কলকাতায় প্রায় ১৯৫ বছর ধরে বাসের বিবর্তনের ইতিহাস তুলে ধরতে মঙ্গলবার বিশেষ বাসযাত্রার আয়োজন করল বাসপ্রেমী সংগঠন কলকাতা বাস-ও-পিডিয়া।

রাজ্য পরিবহণ নিগমের সহযোগিতায় ওই বাসযাত্রা অনুষ্ঠিত হয়। এ দিন রাজ্য পরিবহণনিগমের একটি ভলভো , একটি সি এন জি বাস ছাড়াও ৬৩ এবং এল-২৩৮ রুটের দু’টি বাস হাওড়া ময়দান থেকে রবীন্দ্র সদন পর্যন্ত ওই যাত্রায় অংশগ্রহণ করে। দু’টি বাসে কলকাতার বাসের ইতিহাস নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাসপ্রেমী সংগঠনের অন্যতম সদস্য অনিকেত বন্দ্যোপাধ্যায় জানান, এ বার তৃতীয় বছরে পা দিল ওই বাসযাত্রা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Kolkata Bus Services

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy