Advertisement
০১ মে ২০২৪
Kolkata Accident

বিড়লা তারামণ্ডলের সামনে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের উপর উঠে গেল বাস

ছুটির দিন হওয়ায় সকালের দিকে রাস্তাঘাট ফাঁকাই ছিল। সেই কারণে দুর্ঘটনায় বড় কোনও বিপদ হয়নি। হতাহতেরও খবর নেই। তবে অন্য দিন হলে দুর্ঘটনা বড় আকার নিতে পারত।

Bus runs over guardrail near Birla Planetarium Kolkata

বিড়লা তারামণ্ডলের সামনে দুর্ঘটনাগ্রস্ত বাস। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১১:৪১
Share: Save:

বিড়লা তারামণ্ডলের সামনে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝের রেলিংয়ের উপরে উঠে গেল বাস। বাসের সামনের দিকের অংশ তুবড়ে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই।

রবিবার সকালের দিকে রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা ছিল। তাই দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, যদি সপ্তাহের অন্য কোনও দিনে এমন দুর্ঘটনা ঘটত, তবে তা বড় আকার নিতে পারত। কারণ, বিড়লা তারামণ্ডলের সামনের ওই রাস্তা দিয়ে রোজ প্রচুর গাড়ি চলাচল করে।

পুলিশ সূত্রে খবর,বাসটি উলুবেড়িয়া থেকে শিয়ালদহের মধ্যে চলাচল করে। রবিবার সকালে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে এসে ধর্মতলা হয়ে শিয়ালদহের দিকে যাচ্ছিল বাসটি। তখনই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছেন কি না, তা তারা খতিয়ে দেখছে।

বাসে কয়েক জন যাত্রী ছিলেন। তাঁরা সুস্থ আছেন। বাসের ধাক্কায় ভেঙে গিয়েছে রেলিং। দুর্ঘটনার কারণে বিড়লা তারামণ্ডলের সামনের রাস্তায় সাময়িক ভাবে যানজট হয়। বাসটিকে দেখতে ভিড় জমান অনেকে। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident Bus Accident Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE