Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Business License

২৪ ঘণ্টায় মিলবে ব্যবসার লাইসেন্স

কোন লাইসেন্স যথাযথ (অথেন্টিক) এবং কোনটি তা নয়, তা খতিয়ে দেখতে লাইসেন্স ইনস্পেক্টরদের নিয়ে কমিটি তৈরি করা হবে।

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২০ ০৩:১৬
Share: Save:

ব্যবসা সংক্রান্ত লাইসেন্সের জন্য কলকাতা পুরসভার কাছে আবেদন জানানো হলে এক দিনের মধ্যে তা পাওয়া যাবে। নথিপত্র ঠিক থাকলে কয়েক ঘণ্টাতেও মিলতে পারে লাইসেন্স। মঙ্গলবার পুর প্রশাসকমণ্ডলীর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘‘অনলাইনে কেউ আবেদন জানালে তাঁকে অনলাইনেই কয়েক ঘণ্টার মধ্যে তা দিয়ে দেওয়া হবে। তবে কোন লাইসেন্স যথাযথ (অথেন্টিক) এবং কোনটি তা নয়, তা খতিয়ে দেখতে লাইসেন্স ইনস্পেক্টরদের নিয়ে কমিটি তৈরি করা হবে।’’

পুরসভা সূত্রের খবর, অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে, তাঁরা নির্দিষ্ট সময়ে লাইসেন্স নবীকরণ করেননি অথবা সেই বাবদ পুরসভাকে টাকা দেননি। এ ছাড়াও যে ব্যবসার জন্য লাইসেন্স নেওয়া হচ্ছে, সংশ্লিষ্ট ব্যক্তি আদৌ সেই ব্যবসা করছেন কি না, তা-ও দেখবে লাইসেন্স ইনস্পেক্টরদের নিয়ে গঠিত এই কমিটি।

আগে অনলাইনে আবেদনকারীর কাগজপত্র দেখে খোঁজখবর নিয়ে লাইসেন্স দিত পুরসভা। বর্তমানে সেই নথিপত্র দেখা ছাড়াও লাইসেন্স বাবদ ওই ব্যক্তির কাছে পুরসভার কত টাকা বকেয়া, তা দেখা হবে। তা নেওয়ার ব্যবস্থা করবেন পুর কর্তৃপক্ষ। তবে যদি দেখা যায় নির্দিষ্ট সেই ব্যবসা করা হচ্ছে না, তা হলে ওই লাইসেন্স অথেন্টিক বলে গণ্য হবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Business License KMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE