সোনারপুরে নিগৃহীত কেন্দ্রীয় শুল্ক আধিকারিকের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষ এই নির্দেশ দেন। বিচারপতির আরও নির্দেশ, ওই আধিকারিকের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার যথাযথ তদন্ত করে পদক্ষেপ করবে পুলিশ। এ দিনই এই মামলার নিষ্পত্তি করেছে কোর্ট।
সম্প্রতি অফিস থেকে ফেরার সময়ে সোনারপুরের বটতলা এলাকায় ওই শুল্ক আধিকারিকের সঙ্গে এক অটোচালকের বচসা হয়। অভিযোগ, এর পরে ওই অটোচালক ৪০-৫০ জনকে নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকের ফ্ল্যাটে চড়াও হন। অফিসারকে বেধড়ক মারধরের পাশাপাশি তাঁর স্ত্রী ও চার বছরের সন্তানকেও হেনস্থা করা হয়। এই ঘটনায় ওই শুল্ক অফিসার পুলিশে অভিযোগ জানান। তাঁর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন অভিযুক্ত অটোচালকের মা। সেই এফআইআরের বিরুদ্ধে হাই কোর্টে মামলা করেছিলেন ওই শুল্ক অফিসার।
এর আগে এই মামলায় পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে বিচারপতি শুভ্রা ঘোষ তদন্তের বিস্তারিত রিপোর্ট তলব করেছিলেন। এ দিন রাজ্যের তরফে জমা দেওয়া রিপোর্ট দেখে বিচারপতির পর্যবেক্ষণ, ২৪ অক্টোবর মারধরের অভিযোগ দায়ের করেন শুল্ক আধিকারিক। ২৫ অক্টোবর তাঁরবিরুদ্ধে পাল্টা অভিযোগ হয়। তার ভিত্তিতে আইনানুগ প্রাথমিক অনুসন্ধান না করেই এফআইআর রুজু করে পুলিশ। আইন উপেক্ষা করে মামলা দায়েরের জন্য ২৫ অক্টোবরের এফআইআর খারিজ করা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)