আলিপুর চিড়িয়াখানার জমি বাণিজ্যিকীকরণ এবং প্রাণীদের সংখ্যায় গরমিল নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী শুনানির দিন কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধান রিপোর্ট দেখবে আদালত। পরবর্তী শুনানি ১ সেপ্টেম্বর। বুধবার মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং সব্যসাচী চট্টোপাধ্যায় অভিযোগ করেন, চিড়িয়াখানার জমি বাণিজ্যিকীকরণের জন্য ২ সেপ্টেম্বর ই-অকশন হবে। ওই প্রক্রিয়ায় স্থগিতাদেশের আর্জি জানান তাঁরা। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোককুমার চক্রবর্তীর দাবি, এই ঘটনার অনুসন্ধান শুরু করেছে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। রিপোর্ট পেশ করতে দু’সপ্তাহ সময়ও চেয়েছিলেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)