মাঝে মাত্র তিন দিনের ব্যবধান। ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম হলেন কর্তব্যরত এক পুলিশকর্মী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হেয়ার স্ট্রিট থানা এলাকার ধর্মতলা মোড়ে। আহত পুলিশকর্মীর নাম রবি সরকার। তিনি হেয়ার স্ট্রিট থানারই গাড়িচালক। গুরুতর জখম অবস্থায় ওই রাতেই রবিবাবুকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তাঁর বুকে ও পায়ে আঘাত লেগেছে বলে হাসপাতাল সূত্রের খবর। শুক্রবার বিকেল পর্যন্ত অভিযুক্ত গাড়িচালকের খোঁজ মেলেনি। তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি চিহ্নিত করেছে পুলিশ।