রাত ২টোর সময়ে এক প্রৌঢ় দম্পতির বাড়ির সামনে যথেচ্ছ শব্দবাজি ফাটিয়ে, গাড়ি ভাঙচুর করে প্রায় আধ ঘণ্টা ধরে কয়েক জন দুষ্কৃতী তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ উঠল। রবিবার লিলুয়ার গদাধর ভট্টনগর রোডের পাশে একটি তিনতলা বাড়ির ঘটনা। মাত্র সপ্তাহ তিনেক আগে ওই ভট্টনগর এলাকাতেই স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের মধ্যে মদ খেতে না দেওয়ায় তিন-চারটি বাস ভাঙচুর করেছিল দুষ্কৃতীরা। সেটিও ছিল গভীর রাতের ঘটনা। সেই দুষ্কৃতীরা আজও ধরা পড়েনি। এর মধ্যেই এক গৃহস্থ বাড়িতে দুষ্কৃতী-হামলার ঘটনা স্বাভাবিক ভাবেই রাতপাহারায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। প্রশ্ন উঠেছে, দুষ্কৃতীরা আধ ঘণ্টা ধরে একটি বাড়িতে হামলা চালালেও টহলদার পুলিশের দেখা মেলেনি কেন?
কী ঘটেছিল ওই রাতে?
পুলিশ জানায়, বাড়ির মালিক কান্তি সেনগুপ্ত ও তাঁর স্ত্রী সোমা সেনগুপ্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া সেরে ঘুমের ওষুধ খেয়ে রাত ১১টার মধ্যে শুয়ে পড়েছিলেন। গত মার্চে সোমাদেবীর বাইপাস সার্জারি হওয়ায় তিনি প্রায় শয্যাশায়ী। বালি পুরসভার প্রাক্তন কর্মী ৬১ বছরের কান্তিবাবুও অসুস্থ। পুলিশ জানায়, তিনতলা বাড়ির দু’টি তলায় থাকেন ওই প্রৌঢ় দম্পতি এবং এক তলায় থাকেন শেখ আলম নামে তাঁদের এক পরিচারক।