Advertisement
E-Paper

ভারতের উপরে শুল্ক কি এ বার বেড়ে ৭৫ শতাংশ! ট্রাম্পের নয়া ইরান-ফরমানের কী প্রভাব পড়তে পারে তেহরানের ‘বন্ধু’ দিল্লিতে?

গত দু’বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য কমেছে। তবে তেহরান এখনও দিল্লির বাণিজ্যসঙ্গী। ইরানের ভারতীয় দূতাবাসের তথ্য বলছে, গত কয়েক বছরে ইরানের প্রধান পাঁচ বাণিজ্যসঙ্গীর মধ্যে অন্যতম হয়ে উঠেছে ভারত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১০:২১
(বাঁ দিক থেকে) ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

(বাঁ দিক থেকে) ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

ভারতের উপরে কি এ বার মার্কিন শুল্ক বেড়ে ৭৫ শতাংশ হয়ে যাবে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্দেশের পরে সেই প্রশ্নই উঁকি দিতে শুরু করেছে। কারণ, ইরানের বাণিজ্যিক সঙ্গীদের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছেন ট্রাম্প। এবং, তেহরানের অন্যতম বাণিজ্যিক সঙ্গী দিল্লি।

চাল রফতানিতে সম্প্রতি বিশ্বের শীর্ষ স্থানে উঠে এসেছে ভারত। বিশ্বে যা চাল রফতানি হয়, তার ১৯.৪ শতাংশই যায় ভারত থেকে। ভারতের এই রফতানি বৃদ্ধিতে নেপথ্যে অন্যতম ‘অবদান’ রয়েছে ইরানেরও। ভারত থেকে বাসমতি চাল কেনে তারা। রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, আগের তুলনায় ভারতের কাছ থেকে বেশি চাল কিনেছে ইরান।

গত কয়েক বছরে ইরানের প্রধান পাঁচ বাণিজ্যসঙ্গীর মধ্যে অন্যতম হয়ে উঠেছে ভারত। তেহরানে ভারতীয় দূতবাসের ওয়েবসাইট অনুসারে, বাসমতি চাল ছাড়াও চা, চিনি, টাটকা ফল, ওষুধ, বৈদ্যুতিন যন্ত্র, গহনা ইরানে রফতানি করে ভারত। অন্য দিকে তেহরান থেকেও আমদানি করে আপেল, পেস্তা, খেজুর এবং কিউয়ির মতো বিভিন্ন ফল। এ ছাড়া ইরান থেকে বিভিন্ন জৈব এবং অজৈব রাসায়নিকও ভারতে আসে।

তেহরানে ভারতীয় দূতবাসের তথ্য অনুসারে, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত থেকে ১২৪ কোটি ডলারের পণ্য ইরানে গিয়েছে। ইরান থেকে ভারতে এসেছে ৪৪ কোটি ডলারের পণ্য। দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে মোট ১৬৮ কোটি ডলারের। পরিসংখ্যান বলছে, ২০২২-২৩ সালে আয়াতোল্লা আলি খামেনেইয়ের দেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল ২৩৩ কোটি ডলারের। তার পর গত দুই অর্থবর্ষে তেহরান-দিল্লি দ্বিপাক্ষিক বাণিজ্য কমেছে। তবে বাণিজ্য কমলেও ইরানের সঙ্গে এখনও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ভারতের। ফলে ট্রাম্পের নতুন ফরমানের পরে পরিস্থিতি কী হয়, তা নিয়েও কৌতূহল দানা বাঁধতে শুরু করেছে।

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা সকল দেশের উপরেই শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যাল-এ নিজের হ্যান্ডলে ট্রাম্প লিখেছেন, “ইসলামিক রিপাবলিক অফ ইরানের সঙ্গে বাণিজ্য করা যে কোনও দেশকে আমেরিকার সঙ্গে যে কোনও বাণিজ্য করতে হলে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। এটিই চূড়ান্ত নির্দেশ এবং এর কোনও পরিবর্তন হবে না। এই মুহূর্ত থেকেই এটি কার্যকর করা হচ্ছে।”

এ অবস্থায় ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখলে নতুন করে ট্রাম্পের শুল্ককোপের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে ভারতেরও। সে ক্ষেত্রে ভারতের উপর মার্কিন শুল্ক বৃদ্ধি পেয়ে ৭৫ শতাংশ হয়ে যেতে পারে। কারণ, আগে থেকেই ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছেন ট্রাম্প। এর মধ্যে ২৫ শতাংশ শুল্কের ঘা রয়েছে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের কারণে। এরই মধ্যে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত ঘিরে আলোচনা শুরু হয়েছে দিল্লিতেও। ট্রাম্পের নয়া ফরমানের পরে ভারত বাণিজ্যনীতিতে কোনও বদল করবে কি না, তা নিয়েও প্রশ্ন জেগেছে অনেকের মনে।

তবে ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কৌশলগত ভাবেও ভারতের কাছে গুরুত্বপূর্ণ। ইরানের চাবাহার বন্দর দিল্লির বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বন্দর হয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বজায় রাখতে পারে ভারত। তাই নিজেদের বাণিজ্যিক স্বার্থেই তেহরানের সঙ্গে সুসম্পর্ক রাখা প্রয়োজন ভারতের। এই পরিস্থিতিতে দিল্লির কী অবস্থান থাকে, সে দিকে নজর থাকবে।

US Iran Donald Trump Ayatollah Ali Khamenei Narendra Modi India Iran Relations
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy