এসএসকেএমের উডবার্ন ব্লকে ভর্তি হলে এত দিন নগদে মেটাতে হত চিকিৎসার খরচ। নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে সেখানে নগদহীন (ক্যাশলেস) পরিষেবার সুযোগ পাওয়া যাবে। তবে, এখন প্রথম ধাপে শুধু ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’-এ এই সুযোগ মিলবে।
সূত্রের খবর, উডবার্ন ব্লকে নির্দিষ্ট ভাড়া ও চিকিৎসার খরচ দিয়ে তিন রকমের কেবিনে থেকে চিকিৎসা পাওয়ার সুযোগ রয়েছে। দৈনিক ২০০০ টাকা ভাড়ায় ডবল শেয়ারিংয়ের শয্যা রয়েছে ১২টি, ২৫০০ টাকার কেবিন রয়েছে ১০টি ও ৪০০০ টাকার সুইট রয়েছে ১২টি। প্রথমে এখানে বিল নগদে মেটাতে হত। বছরখানেক আগে কার্ডে বিল মেটানোর সুবিধা চালু হয়। তবে রোগীদের সুবিধার কথা চিন্তা করে পরবর্তী পর্যায়ে বিমা গ্রহণের সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। সেই মতো স্বাস্থ্য দফতরের মাধ্যমে নবান্নে প্রস্তাব পাঠান হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার এসএসকেএম কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য অর্থ দফতরের এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জানা যাচ্ছে, নগদহীন পরিষেবার দ্বিতীয় ধাপ হিসেবে অন্যান্য বেসরকারি স্বাস্থ্য বিমা গ্রহণেরও পরিকল্পনা করা হয়েছে। এক আধিকারিকের কথায়, ‘‘ওই বিষয়টিরও প্রক্রিয়া শুরু হয়েছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)