মাছেভাতে বাঙালির রসনাতৃপ্তিতে বিশেষ ভোজের আয়োজনে কলকাতার অতি পরিচিত রেস্তরাঁ ‘আহেলী’। উপলক্ষ, পৌষ পার্বণ! পৌষ পার্বণ উদ্যাপনে এ ভোজের উৎসব চলবে ইংরেজি নতুন বছরেও। ফলে কড়াইশুঁটির কচুরি দিয়ে শিম-সর্ষের ফুলকপি হোক বা চিংড়ির মালাইকারি— কব্জি ডুবিয়ে খানাপিনার জন্য যেতে পারেন ‘আহেলী’-তে।
ইচ্ছে থাকলেও রসনার বাসনাতৃপ্তিতে বাধা হয়ে দাঁড়ায় নিত্যদিনের ব্যস্ততা। তবে পৌষের বিশেষ ভোজে শহুরে বাসিন্দারা চেখে দেখতে পারেন ‘আহেলী’-র বিশেষ আমিষ বা নিরামিষ থালি। থাকছে রেস্তরাঁর বিশেষ পদ— মুরগির মাংস দিয়ে কড়াইশুঁটির কাটলেট, শিম-সর্ষে ফুলকপির তরকারি, নতুন গুড় দিয়ে চিংড়ির মালাইকারি, সর্ষেশাকের ভেটকি বা পালং মাংস। শেষপাতে মিষ্টিমুখ করতে রয়েছে পিঠেপুলি, নতুন গুড়ের পায়েস বা নলেন গুড়ের রসগোল্লাও। রেস্তরাঁর টেবিল বুক করতে ফোন করুন ৯৮৩১৭৮০৪০৩ বা ৯৮৩১৭৮০৪০৫-এ।