চেনা দিনটিতে নয়, ২০২৪-এর কলকাতা বইমেলা শুরু হচ্ছে নির্ধারিত সময়ের কিছু দিন আগেই। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪-এর কলকাতা পুস্তক মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৮ জানুয়ারি। মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। সাধারণত জানুয়ারি মাসের শেষ সপ্তাহেই শুরু হয় কলকাতা বইমেলা। আগামী মেলা সে দিক থেকে দেখলে প্রায় এক পক্ষকাল এগিয়ে এল।
আরও পড়ুন:
কেন এগিয়ে আনা হল মেলাকে? পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে সংস্থার বুক প্রমোশন আহ্বায়ক শুভঙ্কর দে আনন্দবাজার অনলাইনকে জানান, ২০২৪-এ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, দু’টি পরীক্ষাকে এগিয়ে আনা হয়েছে। বইমেলাকে পরীক্ষার দিনগুলি থেকে আলাদা রাখার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। ২০২৪-এ লোকসভা নির্বাচনও রয়েছে। সেই কারণেই পরীক্ষাগুলিকে এগিয়ে আনা হয়েছে। তাই, বইমেলার তারিখেও বদল এসেছে।
২০২৪-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। তাই নির্ধারিত সময়ের আগেই শুরু হচ্ছে বইমেলা। ২০২৩ থেকেই ১২ দিনের বইমেলা বেড়ে গিয়ে ১৪ দিন হয়েছিল। ২০২৪-এও মেলা চলবে ১৪ দিন।