সপ্তাহ পার হতে না হতেই ফের বোমা-গুলি চলল নোয়াপাড়ায়। রবিবার রাতে গারুলিয়া পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পিনকল মোড়ে বচসার জেরে বোমাবাজি করে এক দল দুষ্কৃতী। স্থানীয় বাসিন্দারা মারধর করে তাদের তাড়িয়ে দিলেও বেশি রাতের দিকে ফের তারা হামলা চালায়। তৃণমূল কাউন্সিলর দীপা সিংহের বাড়ি এবং উল্টো দিকের হোটেলে বোমা-গুলি ছোড়া হয় বলে অভিযোগ। ওই রাতে বোমাবাজির ঘটনা ঘটেছে হালিশহরেও। দু’টি ক্ষেত্রেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নোয়াপাড়ার ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। বোমাবাজির জেরে আতঙ্ক ছড়িয়েছে সেখানে।
পিনকল মোড়েই বাড়ি গারুলিয়া পুরসভার স্থানীয় তৃণমূল কাউন্সিলর দীপা সিংহের। তাঁর বাড়ির উল্টো দিকে তাঁদেরই একটি হোটেল রয়েছে। ওই হোটেলটি চালান তাঁর দেওর সোনু সিংহ। তিনি জানান, রাত ১০টা নাগাদ একটি গাড়িতে চেপে চার জন তাদের হোটেলে আসে। সেখানে খাওয়াদাওয়া করে তারা। কিন্তু তার পরে খাবারের দাম দিতে অস্বীকার করে। হোটেলের কর্মীরা দাম চাইলে তাঁদের মারধর করার হুমকি দেওয়া হয়। ওই দুষ্কৃতীরা হোটেলের ক্যাশ বাক্স থেকে টাকা তুলে নেয় বলেও অভিযোগ।
গোলমালের জেরে এলাকার লোকজনের ভিড় জমে যায় সেখানে। ওই মত্ত যুবকেরা পাড়ার লোকেদেরও হুমকি দেয়। তখন পাড়ার লোকজন ও হোটেলের কর্মীরা মিলে পাল্টা তাদের মারধর করেন। সেই সময়ে পুলিশের একটি টহলদারি গাড়ি সে দিকেই আসছিল। পুলিশকে দেখে দুষ্কৃতীরা পরে দেখে নেওয়ার হুমকি দিয়ে পালিয়ে যায়।