বছর শেষে হাড়কাঁপানো ঠান্ডায় জবুথবু পশ্চিমবঙ্গ। কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তে তাপমাত্রার পারদ নামছে। সঙ্গে রয়েছে উত্তুরে হাওয়ার দাপট। যে সমস্ত জায়গায় তাপমাত্রা খুব নীচে নামেনি, সেখানেও কনকনে ঠান্ডা হাওয়া ঝোড়ো ব্যাটিং করছে। রাজ্য জুড়ে রয়েছে কুয়াশার মোড়ক। দক্ষিণবঙ্গের শীতে গত কয়েক দিনে নতুন এক শহর শীর্ষে পৌঁছে গিয়েছে। কলকাতায় রবিবারের চেয়ে তাপমাত্রা কমেছে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রাও ২১.৪ ডিগ্রির বেশি ওঠেনি (স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি নীচে)। গত কয়েক দিনে কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে নেমেছিল। শনিবার মরসুমের শীতলতম দিনে শহরের তাপমাত্রা ছুঁয়েছিল ১২.৮ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কিছু দিন পর থেকে পারদ আবার কিছুটা চড়বে।
আরও পড়ুন:
সোমবার বাঁকুড়ায় ৯.৩ ডিগ্রিতে নেমে গিয়েছিল তাপমাত্রা। এটাই দক্ষিণবঙ্গে সর্বনিম্ন। গত কয়েক দিনেও দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাঁকুড়ায়। এ ছাড়া, আসানসোলে ৯.৫, বর্ধমানে ৯.৪, শ্রীনিকেতনে ১০, বহরমপুরে ১০, কলাইকুণ্ডায় ১০.৮, মেদিনীপুরে ১১.৫, কাঁথিতে ১১.২, পানাগড়ে ১১.৬, পুরুলিয়ায় ১১, কল্যাণীতে ১১.৮, ব্যারাকপুরে ১২.৪, দিঘায় ১২, কৃষ্ণনগরে ১২.৬, উলুবেড়িয়ায় ১২.৪, সল্টলেকে ১৩.৮, দমদমে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল পারদ। দার্জিলিঙে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ৫.৪, গোটা রাজ্যে এটাই সবচেয়ে কম। এ ছাড়া, আলিপুরদুয়ারে ৯ ডিগ্রিতে নেমেছিল পারদ।
কলকাতায় সোমবার আকাশ মূলত পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গের সর্বত্রই আপাতত শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে সর্বত্র। এর ফলে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নামতে পারে। তবে উত্তরবঙ্গের কুয়াশা নিয়ে আলাদা করে সতর্ক করেছে আলিপুর। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজুরে সোমবার এবং মঙ্গলবার ঘন কুয়াশা থাকবে। দৃশ্যমানতা নেমে আসতে পারে ১৯৯ মিটার থেকে ৫০ মিটারে। কোচবিহারের কিছু কিছু জায়গায় বিকেলের দিকে কুয়াশায় দৃশ্যমানতা প্রায় শূন্য হয়ে যাচ্ছে।
উত্তরবঙ্গে আগামী সাত দিনে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে কিছুটা পারদ চ়ড়বে বলে জানানো হয়েছে। আগামী তিন দিন দক্ষিণের জেলাগুলিতে রাতের তাপমাত্রার হেরফের হবে না। তার পরের তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি চড়বে পারদ।