Advertisement
৩১ মার্চ ২০২৩
News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৬

ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’ বিতর্ক, বিতণ্ডা। নওশাদ সিদ্দিকির গ্রেফতারের পর থেকেই উত্তপ্ত ভাঙড়। রাজ্যে আর তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। আইএসএলে এটিকে মোহনবাগানের খেলা।

দ্য মোদী কোয়েশ্চেন’ তথ্যচিত্র নিয়ে বিতর্ক।

দ্য মোদী কোয়েশ্চেন’ তথ্যচিত্র নিয়ে বিতর্ক। ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ০৭:০১
Share: Save:

‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’ বিতর্ক, বিতণ্ডা

Advertisement

শুক্রবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’ তথ্যচিত্রের প্রদর্শন করায় এসএফআই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ২০০২ সালের গুজরাত দাঙ্গা নিয়েই এই তথ্যচিত্র। তথ্যচিত্র দেখানোর সময় বিদ্যুৎহীন হয়ে যায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। যা নিয়ে বিতর্ক এবং বিতণ্ডা শুরু হয়েছে। এর আগে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এই তথ্যচিত্র দেখানো নিয়ে গন্ডগোল বেধেছিল। এ বার বিতর্কের কেন্দ্রে প্রেসিডেন্সি। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।

ভাঙড় পরিস্থিতি

পুলিশ হেফাজতে রয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর মুক্তি না হলে ভাঙড়ে ‘বৃহত্তর আন্দোলন’-এর হুঁশিয়ারি দিয়েছে আইএসএফ। তার আগে তৃণমূল এবং আইএসএফ কর্মীদের সংঘর্ষের ঘটনার জেরে উত্তপ্ত হয়েছিল ভাঙড়। এলাকায় সেই উত্তেজনার আঁচ এখনও রয়েছে। এই অবস্থায় আজ সেখানকার পরিস্থিতির দিকে নজর থাকবে।

Advertisement

রাজ্যের আবহাওয়া

রাজ্য থেকে বিদায় নিচ্ছে শীত। আর তাপমাত্রা কমার সম্ভাবনা আর নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছেই ঘোরাফেরা করবে। তবে আগামী কয়েক দিন রাতের দিকে শীতের আমেজ বজায় থাকবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

পাঠানের ব্যবসা

মুক্তির দ্বিতীয় দিনে অর্থাৎ বৃহস্পতিবার দেশের বক্স অফিসে মোট ৬৮ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখ খানের ছবি ‘পাঠান’! অন্যান্য আঞ্চলিক ভাষায় ছবিটি দেশে ২ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসা করেছে। ফলে দ্বিতীয় দিনে ‘পাঠান’-এর ঝুলিতে এসেছে মোট ৭০ কোটি ৫০ লক্ষ টাকা। এই প্রথম কোনও হিন্দি ছবি মু্ক্তির দ্বিতীয় দিনে ৭০ কোটি টাকার ব্যবসা করল। আজ তৃতীয় দিনে ‘পাঠান’ কত টাকার ব্যবসা করে তা দেখার।

আইএসএল: এটিকে মোহনবাগান-ওড়িশা এফসি

আজ আইএসএলে এটিকে মোহনবাগানের খেলা রয়েছে। ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলবে তারা। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে খেলাটি শুরু হওয়ার কথা। নজর থাকবে সে দিকে।

অস্ট্রেলিয়ান ওপেন

আজ অস্ট্রেলিয়ান ওপেনের ১৩তম দিন। এ বার সেমিফাইনাল খেলবেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। আরও একটি গ্র্যান্ড স্ল্যাম জয় থেকে মাত্র দু’কদম দূরে তিনি। তবে এর মধ্যে বাবার জন্য বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। অস্ট্রেলিয়ান ওপেন চলাকালীন ‘নিষিদ্ধ’ রাশিয়ার পতাকা নিয়ে মিছিল করেন জোকোভিচের বাবা। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আজ দুপুর ২টো থেকে খেলাটি শুরু হবে। নজর থাকবে সে দিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.