Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Kolkata metro

সোমবার থেকে কলকাতায় মেট্রো চালু, ইস্ট-ওয়েস্টে লাগবে না ই-পাস

সব কিছু পরিকল্পনামাফিক থাকলে যে আগামী সোমবার থেকে মেট্রো চালু হতে পারে, সে খবর আগেই প্রকাশিত হয়েছে আনন্দবাজার ডিজিটালে।

মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে ট্রেন চালু হবে। ফাইল চিত্র।

মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে ট্রেন চালু হবে। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ২০:২০
Share: Save:

সোমবার অর্থাৎ ১৪ সেপ্টেম্বর থেকে কলকাতা মেট্রো চালু হচ্ছে। ওই দিন থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবাও শুরু হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে মেট্রো।

সব কিছু পরিকল্পনামাফিক থাকলে যে আগামী সোমবার থেকে মেট্রো চালু হতে পারে, সে খবর আগেই প্রকাশিত হয়েছে আনন্দবাজার ডিজিটালে। ই-পাস থেকে শুরু করে নিউ নর্মালে কী কী বিধিনিষেধ থাকবে মেট্রো পরিষেবায়, তা-ও প্রকাশিত হয়। এ দিন মেট্রোর তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ১৪ সেপ্টেম্বর থেকে কলকাতার পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবাও চালু হবে। একই কথা জানিয়েছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশী। তিনি বলেন, ‘‘কলকাতা এবং ইস্ট-ওয়েস্ট মেট্রো একসঙ্গে চালু হলে যাত্রীদুর্ভোগ অনেকটাই কমবে।’’

এ দিন মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে ট্রেন চালু হবে। দু’দিকের প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭টায়। কলকাতায় (উত্তর-দক্ষিণ) আপাতত ১১০টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যস্ত সময়ে ১০মিনিট ছাড়া মেট্রো চলবে। তবে আপাতত রবিবার পরিষেবা বন্ধ থাকবে। অন্যদিকে, ইস্ট-ওয়েস্টে মেট্রোয় যে হেতু যাত্রীর সংখ্যা কম, তাই এখন ৭২টি ট্রেন চালানোর কথা ভাবা হচ্ছে। পরিস্থিতি বুঝে পরে মেট্রোর সংখ্যা আরও বাড়ানো হতে পারে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য আপাতত ই-পাস লাগবে না। স্মার্ট কার্ড হলেই চলবে।

আরও পড়ুন: স্বেচ্ছাসেবকের অজানা অসুখ, স্থগিত অক্সফোর্ডের কোভিড টিকার ট্রায়াল

করোনার কারণে গত ২৩ মার্চ থেকে মেট্রো পরিষেবা বন্ধ। নিউ নর্মালে পরিষেবা শুরুর আগে রাজ্য এবং মেট্রো কর্তৃপক্ষ কয়েক দফা বৈঠক করেন। কী ভাবে মেট্রোর ভিড় নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে আলোচনা হয়। ভিড় এড়াতে আপাতত টোকেন ব্যবস্থায় ইতি টানা হয়েছে। পরিবর্তে স্মার্ট কার্ড ও ই-পাস নিয়ে মেট্রো চড়ার উপরেই জোর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফরওয়ার্ড পোস্টের দখল নিতেই পরিকল্পিত হামলা চিনের, দাবি ভারতীয় সেনার

এ দিন আনুষ্ঠানিক ভাবে ফের মেট্রো পরিষেবা শুরুর কথা ঘোষণা করেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশী। মেট্রোর তরফে জানানো হয়েছে, নতুন করে স্মার্ট কার্ড ইস্যু করা হবে না। যাঁদের স্মার্ট কার্ড রয়েছে, ৩০ সেপ্টেম্বরের আগে তাঁদের রিচার্জ করতে বলা হয়েছে। ই-পাস স্টেশনে ঢোকার মুখে দেখাতে হবে। তার পরে ঢোকা যাবে স্টেশনে।

১৪ সেপ্টেম্বরযাত্রী পরিষেবা শুরু হলেও, আগামী রবিবার নিট পরীক্ষার্থীদের জন্য বিশেষ ভাবে মেট্রো চালানো হচ্ছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে মেট্রো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE