Advertisement
১১ মে ২০২৪
Food Delivery Agent

বিনামূল্যে খাবার না দেওয়ায় গাড়ি আটক করার অভিযোগ

রাজীবের অভিযোগ, খাবারের গাড়ি বাজেয়াপ্ত করার জেরে তাঁদের কাউন্টার রবিবার বন্ধ রাখতে হয়েছে। এর জেরে ক্ষতি হয়েছে ব্যবসার।

খাবারের গাড়িকে আটক পুলিশের।

খাবারের গাড়িকে আটক পুলিশের। — ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ ০৮:২৫
Share: Save:

খাবারের কাউন্টার থেকে বিনামূল্যে খাবার না দেওয়ায় শহরের একটি ফাস্ট ফুড চেনের খাবারের গাড়িকে অজয়নগর মোড়ে আটক করার অভিযোগ উঠল পূর্ব যাদবপুর ট্র্যাফিক গার্ডের এক আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগ, জয়ীত সাহা নামে পূর্ব যাদবপুর ট্র্যাফিক গার্ডের ওই আধিকারিক যাদবপুর এলাকার ওই ফাস্ট ফুড চেনের ‘টেক অ্যাওয়ে’ কাউন্টার থেকে বিনামূল্যে খাবার নিয়ে যেতেন প্রায়ই। ওই দোকানের কর্ণধার রাজীব পালের অভিযোগ, ‘‘জয়ীতবাবুকে বিনামূল্যে খাবার দেওয়া বন্ধ করার জেরে অজয়নগরের মোড়ে আমাদের খাবারের গাড়ি শনিবার সকালে জোর করে বাজেয়াপ্ত করা হয়। অভিযোগ, আমাদের গাড়িটি নাকি ট্র্যাফিক নিয়ম মানেনি। যদিও আমরা সব ট্র্যাফিক নিয়ম মেনেই গাড়ি চালিয়েছি।’’

রাজীবের অভিযোগ, খাবারের গাড়ি বাজেয়াপ্ত করার জেরে তাঁদের কাউন্টার রবিবার বন্ধ রাখতে হয়েছে। এর জেরে ক্ষতি হয়েছে ব্যবসার। রাজীব বলেন, ‘‘রবিবার ডিসি (ট্র্যাফিক) দক্ষিণ এবং যাদবপুরের বিধায়ককে লিখিত অভিযোগ করেছি।’’ এই বিষয়ে জয়ীতকে ফোন করা হলে তিনি বলেন, ‘‘এই বিষয়ে আমি কিছু মন্তব্য করব না। যা বলার, দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সোমবার বলব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Food Delivery Agent Jadavpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE