করোনা পরিস্থিতির জেরে বন্ধ বেসরকারি উদ্যোগের রক্তদান শিবির। পরিস্থিতি সামাল দিতে হাওড়া জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন শুরু করেছিল সিটি পুলিশ। কিন্তু হাসপাতাল-সুপার করোনায় আক্রান্ত হওয়ার পরে সেই আয়োজনও আপাতত স্থগিত রাখল পুলিশ।
পুলিশ সূত্রের খবর, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পুরসভার শৈলেন মান্না স্টেডিয়ামে লাগাতার রক্তদান শিবির শুরু করে হাওড়া সিটি পুলিশ। প্রতিটি শিবির থেকে ৫০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা স্থির হয়েছিল। বুধবার পর্যন্ত চলা শিবির থেকে প্রায় ৩০০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে। পুলিশের এক কর্তা বলেন, ‘‘এই মুহূর্তে রক্তদান শিবির আপাতত স্থগিত রাখা হয়েছে। হাওড়া জেলা
হাসপাতালের সঙ্গে যৌথ ভাবে শিবির হচ্ছিল। তবে এখন দেখা হচ্ছে অন্য কোনও সংস্থার সঙ্গে ফের যৌথ ভাবে রক্তদান শিবির করা যায় কি না। যদি তা সম্ভব হয়, তবে ফের চালু হবে।’’