Advertisement
২০ এপ্রিল ২০২৪
Coronavirus

খড়দহে আক্রান্ত আরও এক জন

খড়দহ পুরসভা সূত্রের খবর, এক নম্বর ওয়ার্ডের জি সি রোডের বাসিন্দা, বছর চল্লিশের ওই ব্যক্তি গত ২৭ এপ্রিল বাড়ি ফেরার পরেই জ্বরে আক্রান্ত হন।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ মে ২০২০ ০৩:০৮
Share: Save:

করোনায় আক্রান্ত হলেন খড়দহের আরও এক বাসিন্দা। মাসখানেক আগে সেখানকার এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়েছিলেন। ইতিমধ্যে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। সোমবার যাঁর করোনা ধরা পড়েছে, তিনি কলকাতা পুলিশের কর্মী। খড়দহে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা দুই।

খড়দহ পুরসভা সূত্রের খবর, এক নম্বর ওয়ার্ডের জি সি রোডের বাসিন্দা, বছর চল্লিশের ওই ব্যক্তি গত ২৭ এপ্রিল বাড়ি ফেরার পরেই জ্বরে আক্রান্ত হন। কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের ওই কনস্টেবল শহরের বিভিন্ন জায়গায় ঘুরে মূলত নজরদারি চালানো ও খবর সংগ্রহের কাজ করেন। জ্বরে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি ছুটিতে ছিলেন বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পরিবার সূত্রের খবর, স্থানীয় চিকিৎসককে দেখানোর পরেও জ্বর, কাশি না কমায় গত শনিবার বলরাম স্টেট জেনারেল হাসপাতালে ওই কনস্টেবলের লালারসের নমুনা পরীক্ষা করানো হয়। খড়দহ পুরসভার চেয়ারম্যান পারিষদ (স্বাস্থ্য) কাঞ্চন ঘোষ বলেন, ‘‘সোমবার ওই ব্যক্তির রিপোর্ট পজ়িটিভ আসার পরে তাঁকে বারাসতের কদম্বগাছিতে কোয়রান্টিন কেন্দ্রে পাঠানো হয়েছে।’’ ওই কনস্টেবলের পরিবারের ন’জনকে বারাসতেরই অন্য কোয়রান্টিন কেন্দ্রে পাঠানো হয়েছে।

বেশ কয়েক দিন আগে ৯ নম্বর ওয়ার্ডের রহড়ায় এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হওয়ার পরে ওই এলাকা ‘কন্টেনমেন্ট জ়োন’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ওই বৃদ্ধ সুস্থ হয়ে বাড়ি ফেরার পরে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা তাঁর বাড়িতে গিয়ে দেখা করেন। এর পরে ওই এলাকা ‘কন্টেনমেন্ট জ়োন’-এর তালিকা থেকে বাদ দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Health Khardaha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE