কোভিড রোগীকে হাসপাতালে ভর্তি করানোর নাম করে প্রতারণা-চক্রের সন্ধান পেল লালবাজার। তা-ও আবার খাস শহরের বুকে!
পুলিশ সূত্রের খবর, সরকারি হাসপাতালে ভর্তি করে কোভিডের চিকিৎসা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক হাজার টাকা হাতানো হয়েছিল বেশ কয়েকটি পরিবারের থেকে। এমনই অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম শেখ নাসিরুদ্দিন ওরফে শেখ নাসির। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার পূজালি থানা এলাকার অছিপুর মালিপাড়ায়। মঙ্গলবার নাসিরকে পূজালির বড়বটতলা থেকে গ্রেফতার করেন লালবাজারের গুন্ডা দমন শাখার অফিসারেরা। আজ, বুধবার তাকে আদালতে তোলা হবে।
তদন্তকারীরা জানান, গত ৩০ এপ্রিল পোস্তা থানার শিবতলা স্ট্রিটের এক বাসিন্দা থানায় অভিযোগ করেন, এক ব্যক্তি সরকারি কর্মচারী পরিচয় দিয়ে তাঁকে ফোন করেছিল। অভিযোগকারীর পরিবারের এক সদস্য করোনায় আক্রান্ত থাকায় তাঁকে সরকারি হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় সে। এর জন্য অভিযোগকারীর থেকে কয়েক হাজার টাকাও নেয়। কিন্তু টাকা দেওয়ার পরেও পরিবারের ওই সদস্যকে কোনও হাসপাতালে ভর্তি করাতে না পেরে অভিযোগকারী পুলিশের দ্বারস্থ হন।