Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Coronavirus in Kolkata

কোয়রান্টিন কেন্দ্র তৈরি নিয়ে বিক্ষোভ

প্রশাসনিক সূত্রের খবর, তপসিয়ার সি এন রায় রোডে একটি সরকারি আবাসন চত্বরে একটি খালি বাড়িকে কোয়রান্টিন কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২০ ০১:৩৮
Share: Save:

সরকারি আবাসনের চত্বরে কোয়রান্টিন কেন্দ্র তৈরি ঘিরে উত্তেজনা ছড়াল তপসিয়ায়। বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভও দেখান ওই আবাসনের বাসিন্দাদের একাংশ। পুলিশের সঙ্গে তাঁদের অল্প ধস্তাধস্তি হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি।

প্রশাসনিক সূত্রের খবর, তপসিয়ার সি এন রায় রোডে একটি সরকারি আবাসন চত্বরে একটি খালি বাড়িকে কোয়রান্টিন কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তা নিয়ে এ দিন আপত্তি তোলেন সেখানকার বাসিন্দাদের একাংশ। ওই আবাসনে প্রায় ১২০০ বাসিন্দা থাকেন। তাঁদের বক্তব্য, ওই আবাসনে বয়স্ক বাসিন্দাদের সংখ্যা অনেক। তাই সেখানে কোয়রান্টিন কেন্দ্র হলে ওই প্রবীণেরা বিপদে পড়তে পারেন।

এ দিন ওই কোয়রান্টিন কেন্দ্র চালু হতে পারে, সেই খবর পেয়ে প্রায় শ’পাঁচেক বাসিন্দা রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ সেখানে পৌঁছে বিক্ষোভকারীদের বোঝাতে গেলে তাঁরা পাল্টা চড়াও হন বলে অভিযোগ। তবে শেষে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।

পুলিশের একটি সূত্রের দাবি, ওই আবাসন চত্বরে যাতে কোয়রান্টিন কেন্দ্র না করা হয়, সে জন্য প্রশাসনের কাছে ইতিমধ্যেই স্মারকলিপি দিয়েছেন বাসিন্দারা। সেই স্মারকলিপির প্রতিলিপি তাঁরা এ দিন পুলিশ আধিকারিকদের দেখিয়েছেন। শীর্ষ মহলে তাঁদের আপত্তির কথা জানানো হবে, পুলিশের তরফে এই আশ্বাস পেয়ে অবশেষে বিক্ষোভ তুলে নেন বাসিন্দারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus in India COVID-19 Quarantine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE