সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুলের শিক্ষকদের পর্যায়ক্রমে প্রতিষেধক প্রদানের কর্মসূচি শুরু হতে চলেছে সপ্তাহখানেকের মধ্যেই।
বিকাশ ভবনের এক কর্তা শনিবার জানিয়েছেন, কলকাতা জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় ১০ হাজার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীকে প্রতিষেধক দেওয়া শুরু হবে। শহরের পাঁচটি কেন্দ্র― কসবা শিক্ষা ভবন, চেতলা গার্লস হাই স্কুল, গভর্নমেন্ট স্পনসর্ড মাল্টিপারপাস টাকি হাউস, গার্ডেনরিচ নুটবিহারী দাস গার্লস হাইস্কুল এবং বড়িশা হাই স্কুল থেকে প্রতিষেধক দেওয়া হবে বলে জানিয়েছেন বিকাশ ভবনের ওই কর্তা। কোউইন অ্যাপে নাম রেজিস্ট্রেশন করে ৪৫ বছরের কমবয়সি শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা প্রথম ডোজ় পাবেন।
প্রতি কেন্দ্র থেকে দু’হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী প্রতিষেধক পাবেন। প্রতি কেন্দ্রে ৪-৫ দিন ধরে চলবে কর্মসূচি। প্রথম দিনে ৪৫০ জনকে প্রতিষেধক দেওয়া হবে বলে স্থির হয়েছে। বিস্তারিত তথ্য কেন্দ্রের প্রধানদের কাছ থেকে পাওয়া যাবে।
যদিও যে শিক্ষকেরা বিধানসভা ভোটের ডিউটিতে গিয়েছিলেন, ইতিমধ্যেই তাঁদের প্রতিষেধকের দু’টি ডোজ় নেওয়া হয়ে গিয়েছে। কেউ কেউ আবার নিজেদের উদ্যোগেও প্রতিষেধক নিয়েছেন।
দিন কয়েক আগে স্কুলগুলির কাছে শিক্ষা দফতর জানতে চায়, দু’টি ও একটি করে ডোজ় পাওয়া শিক্ষক ও শিক্ষাকর্মীদের নামের তালিকা। যাঁরা কোনও ডোজ়ই পাননি, তাঁদের নামের তালিকাও চাওয়া হয়।