Advertisement
১১ মে ২০২৪
Coronavirus in West Bengal

সংক্রমিত আলিপুর আদালতের দুই বিচারক

আদালত সূত্রের খবর, দুই বিচারক আক্রান্ত হওয়ার পরে আইনজীবী ও কর্মীদের একাংশের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০২০ ০২:৩৯
Share: Save:

করোনায় আক্রান্ত হলেন আলিপুর আদালতের দুই বিচারক। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মানসকুমার পাল বিষয়টি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে জানিয়েছেন। এই অবস্থায় নিম্ন আদালতের কাজ কী ভাবে চালানো হবে তা-ও প্রধান বিচারপতির কাছে জানতে চেয়েছে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

এমনিতে লকডাউনে নিম্ন আদালতের স্বাভাবিক কাজকর্ম হচ্ছে না। কী ভাবে তা শুরু করা যায়, তা নিয়ে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে বিচারকদের সংক্রমণের বিষয়টি হাইকোর্ট বিবেচনা করবে বলে মনে করছেন আইনজীবীরা।

আদালত সূত্রের খবর, দুই বিচারক আক্রান্ত হওয়ার পরে আইনজীবী ও কর্মীদের একাংশের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আইনজীবীদের অনেকে মনে করছেন, আদালতের স্বাভাবিক কাজকর্ম শুরুর আগে সুরক্ষাবিধির বিষয়টি ভেবে দেখা প্রয়োজন। রাজ্য বার কাউন্সিলের সদস্য তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিচারকেরা আক্রান্ত হওয়ায় স্বাভাবিক ভাবেই অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কী ভাবে আদালতের কাজ করা যেতে পারে তা নির্ধারিত হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus in West Bengal Alipore Court Covid 19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE