Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Coronavirus in West Bengal

২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা নামল ২০০-র নীচে, বাড়ল সুস্থতাও

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। মৃত্যু হয়েছে ৬ জনের।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২১ ২১:২৩
Share: Save:

রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্তের সংখ্যা নামল দু’শোরও নীচে। করোনা সংক্রমণ কমতির পর্বে এত নীচে নামেনি সংক্রমণ। তবে টেস্টের সংখ্যাও অনেক কম হওয়ায় আক্রান্তের সংখ্যা কমেছে। যার জেরে বেড়েছে সংক্রমণের হার। তবে সুস্থতার হার সোমবারও বেড়েছে। মৃত্যু হয়েছে ৬ জনের।

টানা কমছিল সংক্রমণের হার। সেই প্রবণতা সোমবারও অব্যাহত। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত সোমবারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ৭০ হাজার ১৭৭। রবিবারের বুলেটিন অনুযায়ী ২৪ ঘণ্টায় নতুন কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ২২৯। তবে কলকাতায় নতুন সংক্রমণ (৩১) উল্লেখযোগ্য ভাবে কমেছে সোমবার। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনা জেলায় (৫৩ জন)।

শুধু আক্রান্তের সংখ্যা থেকে স্বস্তির আভাস মিললেও কিছুটা হলেও দুশ্চিন্তা রয়েছে সংক্রমণের হারে। ২৪ ঘণ্টায় যত সংখ্যক নমুনা পরীক্ষা হয় এবং তার মধ্যে যত জনের রিপোর্ট পজিটিভ আসে, তাকেই ‘পজিটিভিটি রেট’ বা ‘সংক্রমণের হার’ বলা হয়। রবিবারই প্রথম সংক্রমণের হার ১-এর নীচে নেমেছিল (০.৯১ শতাংশ)। সোমবার ফের ১ শতাংশ ছুঁইছুঁই। বুলেটিন অনুযায়ী সংক্রমণের হার .৯১ শতাংশ। সোমবার টেস্ট হয়েছে ১৮ হাজার ১৬৮ জনের। রবিবার সেখানে টেস্ট হয়েছিল ২৫ হাজার ৪৬ জনের।

সুস্থতার হারে টানা স্বস্তিতে ছিল রাজ্য। সোমবারও সেই প্রবণতায় ছেদ পড়েনি। বুলেটিন অনুযায়ী সোমবার সুস্থতার হার ৯৭.২৬ শতাংশ। রবিবার এই হার ছিল ৯৭.২৪ শতাংশ। রাজ্যে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লক্ষ ৫৪ হাজার ৫৭৮ জন। সোমবার কোভিড মুক্ত হয়েছেন ৩০৬ জন। এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ৫ হাজার ৪২০ জন।

মৃ্তের সংখ্যাও সোমবার কমেছে। রবিবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৯ জনের। সোমবার সেই সংখ্যা কমে হয়েছে ৬। মৃত্যুতে রাজ্যের মধ্যে শীর্ষে উত্তর ২৪ পরগনা। এই জেলায় কোভিডের বলি হয়েছেন ৪ জন। কলকাতায় মারা গিয়েছেন ১ জন। রাজ্যে মোট কোভিডে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ১৭৯।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE