Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সিপি-র তৎপরতায় গ্রেফতার বেপরোয়া চালক

শহরে বেপরোয়া গাড়ির গতি ঠেকাতে ট্র্যাফিক পুলিশের কর্তাদের বারবার নির্দেশ দিয়েছেন কলকাতার নতুন পুলিশ কমিশনার। এ বার কমিশনারের তৎপরতায় ধরা পড়ে গেলেন এক বেপরোয়া চালক।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৯ ০০:৩৮
Share: Save:

শহরে বেপরোয়া গাড়ির গতি ঠেকাতে ট্র্যাফিক পুলিশের কর্তাদের বারবার নির্দেশ দিয়েছেন কলকাতার নতুন পুলিশ কমিশনার। এ বার কমিশনারের তৎপরতায় ধরা পড়ে গেলেন এক বেপরোয়া চালক। সম্প্রতি ঘটনাটি ঘটেছে এ জে সি বসু রোড উড়ালপুলে।

বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে পুলিশ মতলব ইলাহি নামে খিদিরপুরের বাসিন্দা ওই চালককে গ্রেফতার করে ঘটনার কিছু ক্ষণের মধ্যেই। পরে অবশ্য আদালত থেকে জামিন পেয়েছেন তিনি।

লালবাজার জানিয়েছে, সে দিন গভীর রাতে এ জে সি বসু রোড উড়ালপুল দিয়ে যাচ্ছিলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। আচমকাই তাঁর নজরে আসে, একটি গাড়ি বেপরোয়া ভঙ্গিতে দ্রুত গতিতে সব গাড়িকে ওভারটেক করে ভিক্টোরিয়ার দিকে যাচ্ছে। তিনি লালবাজার কন্ট্রোল রুমে ফোন করে দ্রুত ওই গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

পুলিশের এক কর্তা জানান, উড়ালপুলের শেষ প্রান্তে এ জে সি বসু রোড এবং ডি এল খান রোডের সংযোগস্থলে ওই গাড়িটিকে আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু থামানো যায়নি বেপরোয়া গাড়িটিকে। পরে ডি এল খান রোড এবং এস এন পণ্ডিত রোডের সংযোগস্থলে গাড়িটিকে আটকান পুলিশকর্মীরা। কিন্তু পালিয়ে যান চালক।

ট্র্যাফিক সার্জেন্ট সুদীপ্ত মিত্রের অভিযোগের ভিত্তিতে পরে পলাতক চালক ইলাহিকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, গাড়িটিকে বাজেয়াপ্ত করে জানা যায়, সেটির মালিকানা বদলে গিয়েছে। পরে নতুন মালিককে খুঁজে বার করে ওই চালকের সন্ধান মেলে। পুলিশের কাছে চালক দাবি করেন, পরিবারের সদস্যদের নিয়ে তিনি ঘুরতে বেরিয়েছিলেন। পরে পুলিশ দেখে তিনি পালিয়ে যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE