Advertisement
E-Paper

জল্পনা উস্কে ওয়ার্ড বদল রবীনের

বিধাননগর পুর-নিগমের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার দিনেই তৃণমূলের এক প্রার্থীর সমর্থকেরা স্লোগান দিয়েছিলেন সিপিএম প্রার্থীকে তাঁরা সহজে ছেড়ে দেবেন না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০১:০৭
মনোনয়নপত্র জমা দিচ্ছেন অসীম দাশগুপ্ত। — নিজস্ব চিত্র

মনোনয়নপত্র জমা দিচ্ছেন অসীম দাশগুপ্ত। — নিজস্ব চিত্র

বিধাননগর পুর-নিগমের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার দিনেই তৃণমূলের এক প্রার্থীর সমর্থকেরা স্লোগান দিয়েছিলেন সিপিএম প্রার্থীকে তাঁরা সহজে ছেড়ে দেবেন না। ঘটনাচক্রে সেই দিনই সন্ধ্যার পরে সিপিএম মনস্থ করে ওই ওয়ার্ডে তাদের প্রার্থীকে অন্য ওয়ার্ডে সরিয়ে দেওয়া হবে।

সিপিএমের ওই প্রার্থী রাজারহাটের সাত বারের বিধায়ক রবীন মণ্ডল। রবিবারই দলের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক গৌতম দেব সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, রবীনবাবু ২০ নম্বর ওয়ার্ডে প্রার্থী হবেন। সোমবার অবশ্য রবীনবাবু ২৭ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পত্র জমা দেন। ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী শিবনাথ ভাণ্ডারী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আচমকা এ ভাবে রবীনবাবুর ওয়ার্ড বদলের ঘটনায় তৃণমূলের একাংশের দাবি, কঠিন মোকাবিলা এড়াতেই অন্যত্র সরে গিয়েছেন তিনি। তৃণমূলের শিবুবাবু অবশ্য বলেন, ‘‘কে কোথায় কেন সরছেন, আমি জানি না। আমরা শান্তিপূর্ণ ভোটেই আস্থা রাখি।’’

২৭ নম্বর ওয়ার্ডে রবীনবাবুর বিরুদ্ধে দাঁড়িয়েছেন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বলে পরিচিত ‘সিন্ডিকেট চাঁই’ ভজাই সর্দারের ছেলে প্রসেনজিৎ সর্দার। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিতে এসে রবীনবাবুর দাবি, ‘‘গোলমালের আশঙ্কা যেখানে সবচেয়ে বেশি, আমি সেখানেই লড়ছি। তৃণমূলকে ভয় পেলে রাজনীতিই করাই ছেড়ে দিতাম। আমরা ভোট করতে জানি।’’

এ দিন ৪১টির মধ্যে ৪০টি ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দেন বামেরা। রবীনবাবু ছাড়াও মেয়র পদপ্রার্থী অসীম দাশগুপ্ত, রমলা চক্রবর্তীর মতো উল্লেখযোগ্য বাম প্রার্থীরা এ দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কিন্তু মঙ্গলবার বামফ্রন্ট শরিক আরএসপি জানিয়ে দিয়েছে, ৪০ নম্বর ওয়ার্ড তাদের দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও ৪১ নম্বর ওয়ার্ডে প্রার্থী দিতে বলায় তারা বিধাননগরে প্রতিদ্বন্দ্বিতাই করবে না। দলের জেলা সম্পাদক পঙ্কজ দাস এ দিন বলেন, ‘‘আমাদের ওই ওয়ার্ডটি দেওয়া হবে বলে আলোচনার পরেও সিপিএম নেতৃত্ব হঠাৎ আসনটি সিপিআইকে ছেড়ে দিলেন!’’ সিপিএম -এর এই আচরণের প্রতিবাদ জানিয়ে আরএসপি-র রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছেন পঙ্কজবাবু। সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নেপালদেব ভট্টাচার্য অবশ্য বলেন, ‘‘আমরা এখনও ওঁদের সঙ্গে আলোচনা চালাচ্ছি।’’ সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যও সমস্যা মেটাতে তৎপর হয়েছেন।

saltlake municipality cpm candidate robin mondal saltlake municipality eelction saltlake municipality vote saltlake 20 no ward saltlake 27 no ward
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy